বাঁশখালীতে ২ ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ১ ঘণ্টা ভোট স্থগিত

মিনজিরি টোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ১ ঘণ্টা ভোটগ্রহণ স্থগিত ছিল। ছবি: সংগৃহীত

বাঁশখালীর সরল ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রের বাইরে দুই সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওই ভোটকেন্দ্রে এক ঘণ্টা ভোটগ্রহণ স্থগিত করা হয়।

আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মিনজিরি টোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রিসাইডিং অফিসার প্রদীপ কুমার দত্ত দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'দুই মহিলা প্রার্থীর সমর্থকরা ভোটকেন্দ্রের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা ইটপাটকেল নিক্ষেপ করে আশেপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত করে। এতে ভোটগ্রহণ স্থগিত করতে বাধ্য হই।'

তিনি আরও বলেন, 'সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোট স্থগিত ছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।'

ওই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৫৩৬ জন এবং তখন পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০টি ভোট পড়েছিল বলে জানান তিনি।

প্রিসাইডিং অফিসার বলেন, 'অনেক ভোটার ইভিএম মেশিনে অভ্যস্ত না হওয়ায়, তারা ভোট দিতে সমস্যায় পড়েছেন।'

Comments

The Daily Star  | English
July uprising and the rise of collective power

July uprising and the rise of collective power

Through this movement, the people of Bangladesh expressed their protest using a language shaped by long-standing discontent.

9h ago