চট্টগ্রাম বিমানবন্দরে ৮০০ কার্টন সিগারেট উদ্ধার

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিত্যক্ত অবস্থায় ৮০০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার সকালে বিমানবন্দরের নিরাপত্তা সদস্য ও কাস্টমস কর্মকর্তারা এগুলো উদ্ধার করেন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. ইব্রাহিম খলিল দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'অ্যারাইভাল হলের লস্ট অ্যান্ড ফাউন্ড কর্নারে ছয়টি লাগেজ ব্যাগ পাওয়া যায়। অনুসন্ধানের পরও কেউ ব্যাগগুলোর দাবি করেনি। পরে সেগুলো খোলার পর মনড ব্র্যান্ডের ৮০০ কার্টন বিদেশি সিগারেট পাওয়া যায়।'

তিনি আরও বলেন, 'এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'

Comments

The Daily Star  | English

NEIR launch deferred to January 1

NEIR was scheduled to be implemented on December 16 this year

8m ago