পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে নেই যানবাহনের চাপ

এই নৌপথে আজ সকাল থেকে চির পরিচিত দৃশ্য গাড়ির দীর্ঘ লাইন দেখা যায়নি। ছবি: জাহাঙ্গীর শাহ

পদ্মা সেতুতে যান চলাচলে উন্মুক্ত হওয়ার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহনের চাপ কমেছে। এই নৌপথে আজ সকাল থেকে চির পরিচিত দৃশ্য গাড়ির দীর্ঘ লাইন দেখা যায়নি।

বিকেল ৪টার দিকে সরেজমিনে দেখা যায়, পাটুরিয়া ঘাটের সবকটি পন্টুন ফাঁকা। ছোট গাড়ির লাইনে কোনো গাড়ি নেই। বাসের লাইনও ফাঁকা ছিল। শুধুমাত্র ট্রাকের লাইনে কিছু ট্রাক দেখা গেছে। তবে, সেগুলো ফেরিতে ওঠার অপেক্ষায় ছিল।

রাজবাড়ির হাসান আলী বলেন, 'পাটুরিয়া ঘাটে সবসময় গাড়ির চাপ থাকে। আজ ঘাটে গাড়ির লাইন চোখে পড়েনি। আমি ঢাকা থেকে বাসে এসেছি। এখন ফেরিতে পার হয়ে যাচ্ছি। ঘাট অনেকটা ফাঁকা।'

মাগুরার সেলিম খান বলেন, 'আমরা এ পথেই চলাচল করি। এই পথে চলব। গাড়ির চাপ কমে গেলেতো ভালো। আমরা খুব সহজেই যেতে পারব। এখানেও একটি সেতু করে দিলে আমরা বেঁচে যাই।'

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, 'পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ৭ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার করা হয়েছে। আজ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১৫৫টি বাস, ২৯৯টি ট্রাক এবং ২৫০টি ছোট গাড়িসহ মোট ৭০৪টি গাড়ি পারাপার হয়েছে।'

তিনি আরও বলেন, 'এরপর থেকে গাড়ির চাপ আরও কমে গেছে। ছোট গাড়ির সংখ্যা খুবই কম। পদ্মা সেতু চালু হওয়ার কারণে অনেকেই ওই পথে যাচ্ছেন। তবে, সেখানে টোল প্লাজায় ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায়ের কারণে যানজট লেগে গেছে। টোল আদায়ের পদ্ধতি পরিবর্তন না করলে ওই পথের অনেক গাড়ি এই পথে আসবে বলে ধারণা করছি।'

'পদ্মায় স্রোতের কারণে ফেরির ট্রিপ সংখ্যা ৫০০ থেকে ১০০ কমিয়ে ৪০০ করা হয়েছে। আগে যেখানে নদী পার হতে ৪০-৪৫ মিনিট সময় লাগত, এখন সেখানে প্রায় এক ঘণ্টা লাগছে। ছোট বড় মিলে মোট ২০টি ফেরি চালু আছে। ফেরি চলাচলে কোন সমস্যা নেই,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Voting begins in long-awaited Cucsu election

Voting started at 9:00am at 15 polling centres set up in five faculty buildings, with 689 booths arranged in 60 rooms.

59m ago