মরণফাঁদ

ছবি: আনিসুর রহমান

পথ তো নয় যেন মরণফাঁদ!

ছবিটির দিকে মনোযোগ দিয়ে না তাকালে বোঝার উপায় নেই, সেখানে যে কোনো মুহূর্তেই ঘটতে পারে বড় দুর্ঘটনা। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা দোকানপাটের ঝাপের নিচে ঢাকা পড়েছে রেললাইন।

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে অরক্ষিত এই রেললাইনটির পাশে দেখা যাচ্ছে সিএনজিচালিত অটোরিকশার পার্কিং। ট্রেন এলে গেট-কিপারদের রেল ক্রসিং ব্যারিয়ার নামাতে বেশ বেগ পেতে হয়। প্রতি মুহূর্তেই থেকে যায় দুর্ঘটনার আশঙ্কা।

এ ছাড়াও, রেললাইনের পাশের রাস্তায় গড়ে ওঠেছে টেম্পু স্ট্যান্ড।

এসব কারণে চলাচলে শুধু বিপদই সৃষ্টি হয়নি, সৃষ্টি হয়েছে দীর্ঘস্থায়ী জন ভোগান্তিও। তবুও নিশ্চুপ সংশ্লিষ্ট জনেরা।

ছবিটি সম্প্রতি রাজধানীর জুরাইন এলাকায় থেকে তোলা।

ছবি: আনিসুর রহমান

Comments

The Daily Star  | English
Rape threat

Law must recognise rape threats as audible intent

Threats of rape and sexual assault should be criminalised as felonies.

7h ago