খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত, আহত ৪

খুলনা

খুলনার হরিণটানায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

‌আজ সোমবার সকাল ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের হোগলাডাঙ্গা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— হরিণটানা থানার বাঁশবাড়িয়া এলাকার বাসিন্দা রায়হান (১৬) ও জুয়েল বাবু (৪০)।

জুয়েল আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাতক্ষীরার দিক থেকে আসা একটি ট্রাক হোগলাডাঙ্গা মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখন বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয় ট্রাকটি। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নেন। গুরুতর আহত অবস্থায় ইজিবাইকের চালক কবির, যাত্রী টিটু, হাসিব ও নগেন্দ্রনাথ সরকারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাসার বলেন, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে একজন মারা গেছেন। আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, চালক পলাতক। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

Comments

The Daily Star  | English

Mosharraf Karim wins Best Actor (Popular) for 'Adhunik Bangla Hotel'

His nuanced portrayal stood out in a show that has captivated viewers with its inventive style, even while drawing mixed reactions for its uneven storyline

35m ago