চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কায় নিহত ৫

উদ্ধার কাজে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে পিকআপ ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচজন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ সোমবার ভোর ৫টার দিকে আকবর শাহ থানার আওতাধীন সিটি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন জানিয়েছেন, এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

তিনি কর্মকর্তা জানান, মোট ১০ জন মাছ ব্যবসায়ী পিকআপে করে ফিশারি ঘাটে যাচ্ছিলেন। দুর্ঘটনায় পিকআপের সামনে বসে থাকা তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে রয়েছেন কালা দাস (৩০), আকাশ দাস (২৮) ও অজিত দাস (৩০)। তারা মাছ কিনতে চট্টগ্রামের ফিশারি ঘাটে যাচ্ছিলেন।

খবর পেয়ে আগ্রাবাদ স্টেশন থেকে একটি ফায়ার সার্ভিস ইউনিট ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আকবরশাহ থানার উপ-পরিদর্শক সাজ্জাদ সৈকত বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ফৌজদারহাট এলাকা থেকে একে খানের দিকে আসা পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বড় কাভার্ড ভ্যানের পিছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও চারজন আহত হন।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

7h ago