বিএনপির আয় থেকে ব্যয় বেশি ১ কোটি ১৪ লাখ টাকা

বিএনপি

এক যুগেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি গত বছর আয়ের চেয়ে ১ কোটি ১৪ লাখ টাকা বেশি ব্যয় করেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকারের কাছে দলের ২০২১ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেন।

পরে এই হিসাবের তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন তিনি।

এতে দেখা যায়, ২০২১ সালে জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের মাসিক চাঁদা থেকে প্রাপ্ত অর্থ, সদস্য ও নমিনেশন ফর্ম বিক্রি, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে পাওয়া অনুদান এবং এফডিআরের অর্থ থেকে প্রাপ্ত দলের আয়ের পরিমাণ ৮৪ লাখ ১২ হাজার ৪৪৪ টাকা।

বিপরীতে অফিস কর্মচারীদের বেতন-বোনাস, পোস্টার ও লিফলেট ছাপানো বাবদ খরচ, ক্রোড়পত্রের বিল, নেতা-কর্মীদের আর্থিক সহায়তা প্রদান এবং অন্য বিভিন্ন খাতে ব্যয় হওয়া অর্থের পরিমাণ ১ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ১৭১ টাকা।

এই হিসাবে দল আয়ের চেয়ে ১ কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৭২৭ টাকা বেশি ব্যয় করেছে।

রুহুল কবীর রিজভী জানান, আগের বছরের ব্যাংক হিসাব থেকে এই অতিরিক্ত অর্থ খরচ করা হয়েছে।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনড় থাকা বিএনপি ইসির চলমান রাজনৈতিক সংলাপ বর্জন করলেও সাচিবিক কাজ হিসেবে এই হিসাব জমা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন রিজভী।

এদিকে ২০২০ সালের হিসাবে বিএনপির আয় দেখানো হয়েছে ১ কোটি ২২ লাখ ৫৪ হাজার ২৫৯ টাকা। ব্যয় দেখানো হয়েছ এক কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।

এ ক্ষেত্রেও আয়ের চেয়ে ৫১ লাখ ৯৯ হাজার ৩৬৪ টাকা বেশি ব্যয় হয়েছে।

Comments

The Daily Star  | English

National flag-draped coffin of Sharif Osman Hadi reaches Dhaka

Inqilab Moncho spokesperson died in Singapore after being critically injured in a shooting

29m ago