সে কখনোই হিংস্র ছিল না: টেক্সাসের স্কুলে হামলাকারীর মা

সালভাদর রামোসের মা অ্যাড্রিনা রেয়েস। ছবি: ইনস্ট্রাগ্রাম থেকে নেওয়া

টেক্সাসের স্কুলে গুলি চালিয়ে ১৯ শিশুর হত্যাকারী সালভাদর রামোসের মা বলেছেন যে তার ছেলে কখনই 'হিংস্র' ছিল না।

আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে স্কুলে হামলা চালানোর আগে রামোস তার নানিকে গুলি করেছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন মায়ের পাশে রয়েছেন রামোসের মা অ্যাড্রিনা রেয়েস।

তিনি হাসপাতাল থেকে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল'কে বলেন, 'আমার ছেলে কখনোই হিংস্র ছিল না। সে যা করেছে তাতে আমি ভীষণ অবাক হয়েছি।'

ছেলের সঙ্গে সম্পর্ক ভালো নয়—এমন অভিযোগ অস্বীকার করেন রেয়েস। বলেন, 'তার সঙ্গে সুন্দর সম্পর্ক ছিল। সে নিজের মতো করেই থাকতো। তার খুব বেশি বন্ধু ছিল না।'

৩৯ বছর বয়সী রেয়েস এনবিসি নিউজকে বলেন, 'সবকিছুর জন্য আমি খুবই মর্মাহত। অনেক কিছু ঘটে গেছে। আমি ভালো বোধ করছি না।'

Comments

The Daily Star  | English

Anti-liberation forces attempting to resurface: Fakhrul

Struggle for democracy will gain momentum once Tarique Rahman returns, he says

31m ago