কী আছে টেক্সাসের আগ্নেয়াস্ত্র আইনে?

টেক্সাস
টেক্সাসের একটি স্কুলে এক তরুণ বন্দুকধারীর গুলিতে ১৯ শিশু শিক্ষার্থী এবং ২ শিক্ষক নিহত হয়েছেন। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি স্কুলে এক তরুণ বন্দুকধারীর গুলিতে ১৯ শিশু শিক্ষার্থী এবং ২ শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের গুলিতে নিহত বন্দুকধারী ১৮ বছর বয়সী সালভাদর রামোস তার ১৮তম জন্মদিনে সামরিক বাহিনী ব্যবহার করে এমন ২টি রাইফেল কিনেছিলেন বলে জানিয়েছে বার্তাসংস্থা এপি।  

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র আইন সবচেয়ে শিথিল, সেগুলোর মধ্যে টেক্সাস একটি। গভর্নর গ্রেগ অ্যাবটের আমলে এই আইন আরও শিথিল হয়েছে।

গত বছর টেক্সাস একটি আইন পাস করে। এই আইনে অঙ্গরাজ্যের বাসিন্দাদের অনুমোদন ছাড়াই গোপন হ্যান্ডগান বহন করার অনুমতি দেওয়া হয়। তবে অঙ্গরাজ্যটির বেশিরভাগ স্কুল বা কলেজে বন্দুক বহন করার জন্য লাইসেন্সের প্রয়োজন হয়।

টেক্সাসের আইনে হ্যান্ডগান কেনার দাপ্তরিক বয়স ন্যূনতম ২১, তবে ১৮ বছর বয়স হলেই রাইফেল কেনা যেতে পারে। এ ছাড়া, পারিবারিক সহিংসতা বা ধাওয়া জাতীয় হুমকির মুখে থাকলে ১৮ থেকে ২১ বছর বয়সীরাও লাইসেন্সপ্রাপ্ত ডিলারের কাছ থেকে হ্যান্ডগান কেনার অনুরোধ করতে পারেন।

টেক্সাসের আইনে বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিজেদের প্রাঙ্গণে বন্দুক বহন নিষিদ্ধ করতে পারে। তবে টেক্সাসে সম্প্রতি চালু হওয়া আরেকটি আইনে সরকারি সংস্থাগুলোকে 'আগ্নেয়াস্ত্র শিল্পের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করে' এমন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে নিষিদ্ধ করা হয়েছে।

গভর্নর অ্যাবট আরেকটি আইনেও সই করেছেন, যে আইনে স্থানীয় কর্মকর্তাদের নতুন, আরও নিষেধাজ্ঞামূলক, ফেডারেল বন্দুকবিধি প্রয়োগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।  

Comments

The Daily Star  | English

New law to fully insure 93% of bank depositors

The government has approved amendments to the Deposit Protection Act, proposing an increase in the protection limit for bank deposits to Tk 2 lakh.

8h ago