সৌন্দর্য আর সম্ভাবনার সুবর্ণচরের সূর্যমুখী

হলুদের আভায় ছেয়ে আছে মাঠের পর মাঠ। যতদূর দুই চোখ যায় দিগন্ত বিস্তৃত সূর্যমুখীর বাগান। নোয়াখালীর সুবর্ণচরে জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখী ফুলের চাষ। অল্প খরচে অধিক ফলন এবং ভালো দাম পাওয়ায় পাশের উপজেলায়ও সূর্যমুখী চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। সূর্যমুখী ফুল থেকে স্বাস্থ্যকর ভোজ্যতেল উৎপাদন করা সম্ভব। দেশের ভোজ্যতেলের চাহিদা মেটাতে সূর্যমুখী ফুলের রয়েছে অপার সম্ভাবনা।

আজকের ইনসাইড বাংলাদেশে থাকছে সুবর্ণচরের গ্রামগুলোর সূর্যমুখী চাষে সুজলা-সুফলা হয়ে ওঠার গল্প।

Comments

The Daily Star  | English
Food price inflation

Inflation eases slightly to 8.29% in August

The decline was mainly driven by a notable fall in non-food inflation

45m ago