অবশেষে চলচ্চিত্রে তাহসান

‘বরষা’ ছবির মহরত অনুষ্ঠানে শিল্পী ও কলাকুশলীরা। ছবিটি ভাবনার ফেসবুক ওয়াল থেকে সংগ্রহ করা।

অবশেষে চলচ্চিত্রের পর্দায় দেখা যাবে গায়ক-অভিনেতা তাহসানকে। ‘বরষা’ নামের চলচ্চিত্রটিতে তাহসানের বিপরীতে থাকছেন আশনা হাবিব ভাবনা। স্বল্পদৈর্ঘ্যের এই ছবিটি পরিচালনা করছেন অনিমেষ আইচ।

অনিমেষ আইচ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘বরষা’ হবে নিখাদ একটা ভালোবাসার গল্প। আগামী ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি শুটিং করবো। অন্য কোন কিছু এখনই বলতে চাচ্ছি না।

৯ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে ‘বরষা’ ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। সেখানে পরিচালক অনিমেষ আইচ, তাহসান ও ভাবনাসহ শিল্পী ও কলাকুশলীদের অনেকেই উপস্থিত ছিলেন।

এছাড়াও, অনিমেষ আইচের ‘ভয়ংকর সুন্দর’ নামে একটা পূর্ণদৈর্ঘ্য ছবি ফেব্রুয়ারি মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটিতে ভাবনা অভিনয় করেছেন।

Comments

The Daily Star  | English
Bangladesh referendum on July Charter reforms

Referendum: Which four issues will be on the ballot?

Referendum will be held on national election day, chief adviser says

2h ago