বিয়ে করছেন তাহসান, জানা গেল পাত্রীর পরিচয়

তাহসানের নতুন বউ মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ
নবপরিণীতা স্ত্রী রোজা আহমেদের সঙ্গে তাহসান। ছবি: সংগৃহীত

বিয়ে করছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি।

একাধিক সূত্র জানায়, রোজা আহমেদ নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর সেখানে রোজা'স ব্রাইডাল মেকওভার নামে একটি রূপসজ্জার প্রতিষ্ঠান গড়ে তোলেন।

রোজা আহমেদ এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশেই ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এছাড়াও মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি নারীদের প্রশিক্ষণ দিয়েছেন এবং অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন।

সামাজিক মাধ্যমে তাদের নতুন জীবনের পথচলায় শুভকামনা জানাচ্ছেন ভক্তরা।

Comments

The Daily Star  | English

Advisers aligned with parties seeking safe exit: Nahid

It’s also true that political parties created various obstacles, NCP leader says

58m ago