যুক্তরাষ্ট্রে দেশের সর্বোচ্চ রপ্তানি পোশাক খাতে ৭.২ বিলিয়ন ডলার

তৈরি পোশাক
বাংলাদেশ থেকে রাশিয়ায় তৈরি পোশাকের চালান অব্যাহত আছে। ছবি: স্টার ফাইল ফটো

২০২৪ সালে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে তৈরি পোশাক, যার মূল্য ৭ দশমিক ২ বিলিয়ন ডলার এবং এটি দেশের মোট পোশাক রপ্তানির ১৮ দশমিক ৭২ শতাংশ।

আজ শুক্রবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য জানিয়েছে।  

ইপিবির প্রতিবেদনে দেখা যায়, মোট পোশাক রপ্তানির ৫০ দশমিক ৩৪ শতাংশ ইউরোপীয় ইউনিয়নে, যার আর্থিক মূল্য ১৯ দশমিক ৩৭ বিলিয়ন ডলার।

গত বছর বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিতে মোট ৩৮ দশমিক ৪৮ বিলিয়ন ডলার আয় করেছে।

যুক্তরাজ্যে রপ্তানি হয়েছে ৪ দশমিক ৩ বিলিয়ন ডলার, যা মোট পোশাক রপ্তানির ১১ দশমিক ২৫ শতাংশ।

ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানিতে ৪ দশমিক ৮৩ বিলিয়ন ডলার, স্পেনে ৩ দশমিক ৪২ বিলিয়ন ডলার এবং ফ্রান্সে ২ দশমিক ১৪ বিলিয়ন ডলার পোশাক রপ্তানি করা হয়েছে।

এছাড়া, কানাডায় ১ দশমিক ২৪ বিলিয়ন ডলার মূল্যের পোশাক রপ্তানি হয়েছে, যা মোট রপ্তানির ৩ দশমিক ২৩ শতাংশ।

জাপান ও অস্ট্রেলিয়ার মতো অনিয়মিত বাজারেও বাংলাদেশ পোশাক রপ্তানিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

বাংলাদেশের জন্য উদীয়মান বাজারগুলোতে গত বছর মোট ৬ দশমিক ৩৩ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করা হয়েছে, যা মোট পোশাক রপ্তানির ১৬ দশমিক ৪৬ শতাংশ।

এর মধ্যে, জাপানে ১ দশমিক ১২ বিলিয়ন, অস্ট্রেলিয়ায় ৮৩১ মিলিয়ন, ভারতে ৬০৬ মিলিয়ন, তুরস্কে ৪২৬ মিলিয়ন ও রাশিয়ায় ৩৪৩ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করা হয়েছে।

Comments

The Daily Star  | English
Local gold price hiked

Gold hits all-time high

From tomorrow, each bhori of 22-carat gold will cost Tk 181,487

1h ago