ডিসেম্বরে ৫.৩৭ বিলিয়ন ডলারের রেকর্ড রপ্তানি আয়

export_3sep21.jpg

ডিসেম্বরে পণ্য রপ্তানি থেকে আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ৫ দশমিক ৩৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা বাংলাদেশে ১ মাসে রপ্তানি আয়ের একটি রেকর্ড।

এর আগে সর্বোচ্চ ৫ দশমিক শূন্য ৯ বিলিয়ন ডলার রপ্তানি আয় হয়েছিল ২০২২ সালের নভেম্বরে।

তবে, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ডিসেম্বরের আয় ৫ দশমিক ৪২ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা থেকে ১ দশমিক শূন্য ৩ শতাংশ কম।

তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বরে প্রথম ৬ মাসে রপ্তানি আয় হয়েছে ২৭ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা ২৭ দশমিক ১৯ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে শূন্য দশমিক ৪৪ শতাংশ বেশি।

জুলাই থেকে ডিসেম্বরের সম্পূর্ণ রপ্তানির তথ্য এখনো প্রকাশ করতে পারেনি ইপিবি।

Comments