২০২৪-২৫ অর্থবছরে পিজিসিএলের লভ্যাংশ বেড়ে ২৪৬ কোটি টাকা

ছবি: সংগৃহীত

পেট্রোবাংলার অন্যতম প্রতিষ্ঠান পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেডের (পিজিসিএল) ২০২৪-২০২৫ অর্থবছরে ২৪৬ কোটি টাকা লাভ করেছে, যা আগের অর্থবছরের চেয়ে ৩২ দশমিক ২৮ শতাংশ বেশি।

রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত পিজিসিএলের ২৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদিত কোম্পানির ২০২৪-২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিজিসিএল জানিয়েছে, বিভিন্ন খাতে সর্বমোট ১ হাজার ৪১৪ দশমিক ৫২৯ এমএমসিএম গ্যাস বিক্রয় করে করপূর্ব তাদের ২৪৬ কোটি টাকা লাভ হয়েছে।

এতে আরও বলা হয়েছে, কোম্পানিটি ২০২৪-২০২৫ অর্থবছরে রাষ্ট্রীয় কোষাগারে ১৭২ কোটি ৫৫ লাখ টাকা জমা দিয়েছে, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় ২৮ দশমিক ৪৪ শতাংশ বেশি।

পিজিসিএলের এই এজিএম অনুষ্ঠিত হয় ঢাকার পেট্রোসেন্টারে। পেট্রোবাংলার চেয়ারম্যান ও শেয়ারহোল্ডার মো. রেজানুর রহমান এবং অন্যান্য শেয়ারহোল্ডারসহ পরিচালনা পর্ষদের পরিচালকরা এসময় উপস্থিত ছিলেন।

এজিএমে সভাপতিত্ব করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ও পিজিসিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

13h ago