কারিগরি ত্রুটি, গুলশান-বনানীসহ ঢাকার অনেক এলাকায় বিদ্যুৎবিভ্রাট

রামপুরা সাবস্টেশনে কারিগরি ত্রুটির কারণে রাজধানী ঢাকার গুলশান-বনানীসহ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

আজ রোববার রাত ৯টা ৫০ মিনিটে রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে হঠাৎ কারিগরি ত্রুটি দেখা দেয় বলে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জানিয়েছে।

এ কারণে ডেসকোর বসুন্ধরা ১৩২/৩৩ কেভি গ্রিডের আংশিক, পূর্বাচল গ্রিড, বনানী গ্রিড, আফতাবনগর গ্রিড, গুলশান গ্রিড বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়। 

কর্মকর্তারা দ্য ডেইলি স্টারকে জানান, গ্রিডে ত্রুটির কারণে গুলশান, রামপুরা, খিলগাঁও, মগবাজার, কাকরাইল ও রমনা এলাকার কিছু অংশ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, সমস্যা সমাধানে প্রকৌশলীরা কাজ করছেন। দ্রুততম সময়ে সমস্যা সমাধান করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

গ্রিড ত্রুটির সঠিক কারণ উদ্ঘাটন ও দ্রুত বিদ্যুৎ ব্যবস্থা চালুর চেষ্টা চলছে।

Comments

The Daily Star  | English

Curfew extended in Gopalganj indefinitely

It will be relaxed for two hours between 12pm and 2pm

36m ago