আইএফআইসি ব্যাংকের মুনাফা প্রায় ১৩ শতাংশ কমেছে

আইএফআইসি ব্যাংকের উপদেষ্টা নিয়োগ

গত বছর আইএফআইসি ব্যাংক পিএলসির মুনাফা আগের বছরের চেয়ে প্রায় ১৩ শতাংশ কমে ৩০০ কোটি ২১ লাখ টাকায় দাঁড়িয়েছে।

তবে মুনাফা কমলেও গত পাঁচ বছরের মধ্যে এটি ব্যাংকটির দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা।

এর আগে, ২০২২ সালে বেসরকারি ব্যাংকটি ৩৪৪ কোটি ১৪ লাখ টাকা মুনাফা করেছিল।

আইএফআইসির মূল্য সংবেদনশীল তথ্য অনুযায়ী, ২০২৩ সালে আইএফআইসির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) কমে দাঁড়িয়েছে ১ টাকা ৬৪ পয়সায়, যা আগের বছর ছিল ১ টাকা ৮৮ পয়সা।

আইএফআইসি তাদের এই মুনাফা কমার জন্য পরিচালন আয় কমে যাওয়াকে কারণ হিসেব দেখছে।

এদিকে আমানত প্রবৃদ্ধির কারণে গত বছর শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো বেড়ে হয়েছে ৩ টাকা ৫৩ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ২৫ পয়সা।

২০২৩ সালের জন্য ব্যাংকটির বোর্ড ৫ শতাংশ স্টক লভ্যাংশ ও নো ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছে বোর্ড।

আইএফআইসি ব্যাংক ১৯৭৬ সালে বাংলাদেশ সরকার ও বেসরকারি খাতের স্পন্সরদের যৌথ উদ্যোগ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।

বর্তমানে ব্যাংকটিতে সরকারের ৩২ দশমিক ৭৫ শতাংশ শেয়ার এবং স্পন্সর ও পরিচালকদের কাছে ৪ দশমিক ১১ শতাংশ শেয়ার আছে। বাকি শেয়ার দেশি-বিদেশি প্রতিষ্ঠান ও সাধারণ শেয়ারহোল্ডারদের হাতে আছে।

সারাদেশে আইএফআইসি ব্যাংকের ১৮৭টি শাখা ও ১ হাজার ১৪৫টি উপশাখা আছে, ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ৭৮৫ কোটি টাকা।
 

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

9h ago