৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

ইসলামি ব্যাংক একীভূতকরণ

শরিয়াহভিত্তিক দুর্বল পাঁচ ব্যাংক একীভূত করে 'সম্মিলিত ইসলামী ব্যাংক' নামে নতুন ব্যাংক গঠনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। সাধারণ শেয়ারহোল্ডারদের নতুন ব্যাংকে শেয়ার না দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আজ মঙ্গলবার এই রিট দায়ের করা হয়।

খেলাপি ঋণে জর্জরিত এই ব্যাংকগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক।

পুঁজিবাজারের একজন সাধারণ বিনিয়োগকারী হিসেবে শহীদুল ইসলাম সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মাহসিব হোসেনের মাধ্যমে এই রিট আবেদনটি করেন।

সাধারণ শেয়ারহোল্ডারদের স্বার্থ সুরক্ষা না করে এবং তাদের নতুন ব্যাংকের শেয়ার না দিয়ে একীভূতকরণের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে রিটে।

একই সঙ্গে শেয়ারহোল্ডারদের তাদের শেয়ার মালিকানার অনুপাতে প্রস্তাবিত 'সম্মিলিত ইসলামী ব্যাংক'-এ শেয়ার বরাদ্দের নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়েও কর্তৃপক্ষের কাছে কারণ দর্শানোর আর্জি জানানো হয়েছে।

রিট আবেদনের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন বলেন, সম্পত্তি অর্জন ও ব্যবসা করার অধিকার আমার মক্কেলের সংবিধান স্বীকৃত অধিকার। সাধারণ বিনিয়োগকারীরা ওই ব্যাংকগুলোর শেয়ার কিনেছেন। কিন্তু সরকার প্রস্তাবিত নতুন ব্যাংকে আমার মক্কেলকে কোনো শেয়ার না দিয়েই ব্যাংকগুলো একীভূত করার পদক্ষেপ নিয়েছে। এটি মৌলিক অধিকারের লঙ্ঘন।'

তিনি আরও বলেন, এই লঙ্ঘনের প্রতিকার হিসেবে এবং প্রস্তাবিত নতুন ব্যাংকে শেয়ার বরাদ্দের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। আগামী সপ্তাহে হাইকোর্টে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানান এই আইনজীবী।

গত ৯ অক্টোবর অন্তর্বর্তী সরকার সংকটে থাকা পাঁচটি ব্যাংক একীভূত করে 'সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি' নামে একটি নতুন ব্যাংক গঠনের অনুমোদন দেয়।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

16h ago