একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা ৫ শরিয়াহভিত্তিক ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত
শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত করে নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়ায় ব্যাংকগুলোতে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তের পর আজ বুধবার থেকে ব্যাংকগুলোর শেয়ার লেনদেন স্থগিত করার সিদ্ধান্ত জানিয়েছে দেশের প্রধান দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই)।
আজ ডিএসই ও সিএসই পৃথক ঘোষণায় জানিয়েছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
এই ঘোষণার কারণ হিসেবে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংক 'ব্যাংক রেজোলিউশন অর্ডিন্যান্স, ২০২৫'-এর ১৫ ধারা অনুযায়ী ব্যাংকগুলোকে ২০২৫ সালের ৫ নভেম্বর থেকে 'অকার্যকর' (নন-ভায়াবল) ঘোষণা করেছে।
গতকাল এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, একীভূত হতে যাওয়া এই পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডাররা নতুন ব্যাংকের কোনো শেয়ার পাবেন না। কারণ, তাদের বিদ্যমান শেয়ারের বিপরীতে সম্পদের মূল্য ইতিমধ্যে ঋণাত্মক হয়ে গেছে।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেখা গেছে, প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা হলেও সেগুলোর নিট সম্পদ মূল্য ঋণাত্মক ৩.৫০ টাকা থেকে ঋণাত্মক ৪.২০ টাকায় নেমে গেছে।
গভর্নর মনসুর বলেন, 'সুতরাং কেন্দ্রীয় ব্যাংক তাদের বিবেচনায় আনছে না, কারণ তাদের দায় শূন্য। একীভূত হওয়া ব্যাংকগুলোর কোনো শেয়ারহোল্ডার কিছুই পাবেন না।'
উল্লেখ্য, গতকালও পুঁজিবাজারে এই ব্যাংকগুলোর শেয়ার লেনদেন হয়েছিল।


Comments