৩০ টাকা কেজি ধান, ৪৪ টাকায় সিদ্ধ চাল সংগ্রহ করবে সরকার: খাদ্যমন্ত্রী

সাধন চন্দ্র মজুমদার, আমন ধান, চাল, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক,
বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা। ছবি: সংগৃহীত

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, এ বছর আমন ধান ও চালের সরকারি সংগ্রহ মূল্য ঠিক করা হয়েছে। চলতি বছর আমন ধানের সরকারি ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৩০ টাকা, সিদ্ধ চালের মূল্য প্রতি কেজি ৪৪ টাকা এবং আতপ চালের মূল্য প্রতি কেজি ৪৩ টাকা।

তিনি আরও বলেন, 'এ বছর দুই লাখ মেট্রিক টন আমন ধান, চার লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও এক লাখ মেট্রিক টন আতপ চাল কেনা হবে।'

আজ রোববার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বর্তমানে সরকারি গুদামে খাদ্যশস্য মজুতের পরিমাণ ১৭ লাখ ৭৩ হাজার মেট্রিক টন। এ ছাড়াও প্রায় সাড়ে ৪ লাখ গম সরবরাহ লাইনে আছে। এগুলো দেশে এলে মজুত আরও বাড়বে।'

এসময় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, 'আপদকালীন সময়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও চালের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা আমাদের লক্ষ্য।'

তিনি আরও বলেন, 'কার্তিকেও বিদেশ থেকে চাল আমদানি করতে হয়নি, বাজারও নিম্নমুখী। বাজারে অন্য পণ্যের দাম কিছুটা বাড়লেও চালের দাম বাড়েনি।'

Comments

The Daily Star  | English
Dhaka Stock Exchange 2025

Weak stocks outpace blue chips in puzzling mismatch

As syndicates and rumours shape the market, prices of weak and dormant firms soar while sound performers stay undervalued

12h ago