সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি: বিদ্যা সিনহা মিম

বিদ্যা সিনহা মিম
বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত

বিদ্যা সিনহা মিম অভিনীত অ্যাকশন-থ্রিলার সিরিজ 'মিশন হান্টডাউন' দেখা যাবে ঈদের আগেই। সিরিজটিতে 'নীরা' চরিত্রে অভিনয় করছেন। এই সিরিজটির মাধ্যমে প্রথমবারে হইচই তে দেখা যাবে তাকে।

এই সিরিজে আরও অভিনয় করেছেন এফএস নাঈম, সুমিত সেনগুপ্ত, সরকার রওনক রিপন ও একে আজাদ সেতু।

বিদ্যা সিনহা মিম
বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত

সিরিজটির গল্পে দেখা যাবে, গ্রামের এক সাধারণ মেয়ে নীরা। সদ্য বিবাহিত স্বামী জিল্লুরকে খুঁজতে ঢাকায় এসেছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সাহায্য চান। পুলিশ তাকে সাহায্য করতে অপারগতা প্রকাশ করে।

এরই মধ্যে মাহিদের সঙ্গে নীরার পরিচয় হয়, তারা এক সঙ্গে জিল্লুরকে খুঁজতে শুরু করেন। তারা জানতে পারে একটি সন্ত্রাসী সংগঠন দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে। এতে তাদের মিশন নতুন মোড় নেয়।

বিদ্যা সিনহা মিম
বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত

বিদ্যা সিনহা মিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ট্রেইলারে দর্শকদের প্রতিক্রিয়া দেখে ভীষণ অভিভূত। আশা করি, দর্শকরা তাদের এই ভালোবাসা সিরিজটি মুক্তির পর দেখাবেন।'

'আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি' উল্লেখ করে তিনি আরও বলেন, 'কেমন চ্যালেঞ্জ নিয়েছি দর্শকরা সিরিজটি দেখে মত দেবেন।'

Comments

The Daily Star  | English

Candidates complain of polling agent restrictions in Jucsu election

Here are the real-time updates on Jahangirnagar University Central Students' Union (Jucsu) and hall unions polls.

1h ago