পূজার সময় তাদের কথা বেশি মনে পড়বে: মিম

বিদ্যা সিনহা মিম, পরাণ, ভারত,
বিদ্যা সিনহা মিম। ছবি: স্টার

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ঢালিউড নায়িকা বিদ্যা সিনহা মিম প্রতি বছর শারদীয় দুর্গাপূজায় বাবা-মায়ের সঙ্গে সময় কাটান। তাদের নিয়ে আনন্দ করেন। জন্মের পর থেকে এভাবেই বেড়ে উঠেছেন তিনি। কিন্তু এবারই প্রথম বাবা-মাকে ছাড়া পূজার ছুটি কাটাবেন।

মিম বলেন, 'এটা এক দিক দিয়ে কষ্টের। কখনো ওভাবে ভাবিনি। সব সময় মা-বাবার সঙ্গে পূজার ছুটি কাটিয়েছি। পূজায় আনন্দ করেছি। কিন্তু এবার তারা কাছে নেই। ভীষণ মিস করব তাদের।'

মিম আরও বলেন, 'মা-বাবা কানাডায় আছেন। কয়েক মাস সেখানে থাকবেন। সে জন্যই আপাতত কাছে পাচ্ছি না। অন্য সময়ের চেয়ে পূজার সময়ে বেশি মনে পড়বে তাদের কথা।'

'আমার আছে জল'-খ্যাত এই নায়িকা আরও বলেন, 'ছোটবেলা থেকে দেখে আসছি পূজা মানেই মা-বাবার সঙ্গে দাদাবাড়িতে যাওয়া। রাজশাহীতে আত্মীয়দের সঙ্গে সময় কাটানো। কত রকম হইচই করেছি। সুন্দর সময় কাটিয়েছি।'

ছোটবেলার পূজার কথা এখনো মনে পড়ে মিমের। তিনি বলেন, 'ছোটবেলার পূজার আনন্দ আর হবে না। জীবনে একবারই আসে। ছোটবেলায় শারদীয় দুর্গাপূজায় মণ্ডপে মণ্ডপে ঘুরতাম। এটার আনন্দ কোনো কিছুতে হবে না।'

'এখন চাইলেও নানা জায়গায় যেতে পারি না। একটা ভিড় জমে যায়। মানুষজন সেলফি তোলার জন্য ভিড় করে, কথা বলতে চায়। সেজন্য পূজার সময়টা একটু অন্যভাবে কাটে, যোগ করেন মিম।

এবারের পূজার ছুটিতে একদিন ঢাকায় থাকবেন মিম। তা ছাড়া বাকি দিনগুলো কুমিল্লায় শ্বশুরবাড়িতে কাটাবেন। তিনি বলেন, 'পূজার ছুটিতে  শ্বশুরবাড়িতে থাকব। শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে আনন্দ করব। স্বামী ও শ্বশুরবাড়ির সবাই মিলে পূজায় সুন্দর সময় কাটাব।'

ভক্তদের উদ্দেশে মিম বলেন, 'সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। পূজার আনন্দ হোক সবার। সবখানে শান্তি বিরাজ করুক। সবার জন্য ভালোবাসা।'

এদিকে মিম অভিনীত সবশেষ মুক্তি পেয়েছে 'অন্তর্জাল' চলচ্চিত্র। আগামী ২৪ নভেম্বর কলকাতায় মুক্তি পাচ্ছে তার অভিনীত 'মানুষ' সিনেমা। জিৎ-এর বিপরীতে অভিনয় করেছেন তিনি।

মিম বলেন, ''মানুষ' সিনেমায় স্পেশাল গেস্ট হিসেবে অভিনয় করেছি। জিৎ দার সঙ্গে আগে সিনেমা করেছি। এবার নতুন গল্প, নতুন চরিত্রে দর্শকরা আমাকে দেখবেন।'

অন্যদিকে নতুন একটি সিনেমার শুটিং গত মাসে শেষ করেছেন তিনি। 'দিগন্তে ফুলের আগুন' সিনেমায় পান্না কায়সারের চরিত্রে দেখা যাবে তাকে।

সরকারি অনুদানের এই সিনেমাটি পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক।

মিম বলেন, ''দিগন্তে ফুলের আগুন' সিনেমাটি আমার জন্য বিশেষ কিছু। অধ্যাপিকা পান্না কায়সারের চরিত্রে অভিনয় করে অনেক হ্যাপি আমি।'

 

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

6h ago