পূজার ছুটিতে কোথায় থাকবেন মিম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম বেশ কিছুদিন ধরে দেশ-বিদেশ ঘুরে বেড়াচ্ছেন। কখনো শ্রীলংকা, কখনো ব্যাংকক, কখনো মালদ্বীপে দেখা যাচ্ছে তাকে।
তবে, শারদীয় দূর্গাপূজার ছুটি নিয়েও তার রয়েছে অনেক পরিকল্পনা। মিমের ভক্তদের আগ্রহ পূজার ছুটিতে তিনি কোথায় থাকবেন।

দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে মিম বলেন, 'সত্যি কথা বলতে ছোটবেলার পূজার মতো আনন্দ আর পাব না। পূজার নির্মল আনন্দ ছোটবেলাতেই ছিল। অনেক সুন্দর দিন পার করেছি। ছোটবেলার পূজার দিনগুলো মিস করি।'
'বাবা ছিলেন কলেজের অধ্যাপক। তাই ছোটবেলায় পূজার সময় বিভিন্ন জায়গায় কাটিয়েছি। তবে, দাদাবাড়ি ও নানাবাড়ি রাজশাহীতে হওয়ায় সেখানেও ছোটবেলার পূজার ছুটি কাটিয়েছি। অনেক জায়গা থেকে আত্মীয়রা আসতেন। খুব মজা হতো,' বলেন তিনি।

এবারের পূজার ছুটিতে নিজের পরিকল্পনা সম্পর্কে মিম বলেন, 'বেশ কিছু পরিকল্পনা আছে, সবকিছু গোছগাছ করছি। আশা করছি কুমিল্লা যাব।'
'এছাড়া, রাজশাহীতে যাওয়ার সম্ভাবনাও আছে। কুমিল্লা সনির বাড়ি, সেখানে ভালো কিছু সময় কাটাব। আর রাজশাহীতেও ভালো সময় কাটবে,' বলেন তিনি।
রাজশাহীর স্মৃতি মনে করে মিম বলেন, 'ফেলে আসা জীবনে রাজশাহীতে কাটানো পূজার দিনগুলো কখনোই ভুলব না। পূজার আনন্দটা বেশি করেছি ওখানে।'
ভক্তদের শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, 'ঘুরে বেড়ালে মন ভালো থাকে, অনেক কিছু দেখা যায়। তাই ঘুরে বেড়াই। নতুন নতুন জায়গা দেখতে পাই। পূজার ছুটি ভালো কাটুক এটাই চাই। পূজার আনন্দ পরিবারের সবার সঙ্গে ভাগ করে নিতে চাই।'
Comments