চরকিতে ‘সুড়ঙ্গ’

আফরান নিশো অভিনীত 'সুড়ঙ্গ' সিনেমাটি আগামী ২৪ আগস্ট রাত ৮টা থেকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। 

ঈদুল আজহায় গত ২৯ জুন সিনেমা হলে মুক্তি পায় 'সুড়ঙ্গ'। 

চরকি ও আলফা আই স্টুডিওজ লিমিটেডের যৌথ প্রযোজনায় রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। 

এতে আরও অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক ব্যাপারি প্রমুখ। একটি আইটেম গানে আছেন নুসরাত ফারিয়া।

চরকির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আফরান নিশো বলেন, 'আমাদের ডেডিকেশন, মেধা, একাগ্রতার প্রতিফলন দর্শক প্রেক্ষাগৃহে দেখেছেন। এবার সুড়ঙ্গ মুক্তি পাবে চরকিতে। যারা বিভিন্ন কারণে হলে গিয়ে সিনেমাটি দেখতে পারেননি তারা দেখে ফেলুন।'

তমা মির্জা বলেন, 'আমরা সবাই এখন খুব এক্সাইটেড যে চরকিতে আসছে সুড়ঙ্গ। বিশ্বব্যাপী মানুষ এখন সুড়ঙ্গ দেখবে ভেবেই আনন্দ লাগছে।'

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

5h ago