ওটিটিতে ‘তুফান’ আজ রাতেই

গত ১৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত তুফান। ছবি: সংগৃহীত

নির্দিষ্ট কোনো এলাকায় নয়, দেশ–বিদেশের সবখান থেকেই বাংলা ভাষাভাষিরা তুফানের তাণ্ডব দেখতে পাবেন। 

ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আজ বুধবার রাতে মুক্তি পাচ্ছে 'তুফান'। 

অন্যভাবে বলা যায়, শাকিব খানের ভক্ত-দর্শকদের জন্য ১৯ সেপ্টেম্বর চরকি আসছে তুফান সিনেমা। যে কেউ ঘরে বসে, যখন ইচ্ছা তখন, একটানা বা থেমে থেমে, পছন্দের জায়গাটুকু বারবার আগে পিছে করে দেখতে পারবেন সিনেমাটি। 

ঈদুল আজহা উপলক্ষে গত ১৭ জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত 'তুফান'। শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী ও  বাংলাদেশের নাবিলা।

ওটিটিতে মুক্তি নিয়ে অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা বলেন, 'এটা খুবই আনন্দের। দর্শকদের অনেকদিনের অপেক্ষা শেষ হচ্ছে। চরকিতে "তুফান" মুক্তি পাওয়ার মাধ্যমে দেশ–বিদেশের দর্শকরা ঘরে বসেই দেখতে পারবেন সিনেমাটি। দর্শকরা সিনেমাটি নিয়ে যে আগ্রহ ধরে রেখেছেন তা নিশ্চয়ই প্রতিফলিত হবে চরকিতে।'

সিনেমাটির নির্মাতা রায়হান রাফি বলেন, 'বারবার দেখার মতো সিনেমা "তুফান"। আমরা বড় আয়োজনে সিনেমাটি নির্মাণ করেছি। দেশের দর্শকরা সিনেমাটি দেখার জন্য কতটা ধৈর্য্য ধরে আছেন, তা সামাজিক যোগাযোগমাধ্যম দেখলে বোঝা যায়। বিদেশে বা অন্য ভাষাভাষীদের মধ্যেও "তুফান" দেখার আগ্রহ অনেক। চরকিতে সিনেমাটি মুক্তির মাধ্যমে সেই আগ্রহ দর্শকরা মেটাতে পারবেন।'

সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর এসভিএফ। 

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

9h ago