শাকিবের সিনেমায় প্রথমবারের মতো তৌকীর আহমেদ

শাকিব খান ও তৌকীর আহমেদ। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমা 'সোলজার' এর শুটিং শুরু হয়েছে। এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে পর্দায় দেখা যাবে তাকে। 

খোঁজ নিয়ে জানা গেছে, 'সোলজার' সিনেমায় অন্যতম প্রধান নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন তৌকীর। এর আগে এমন চরিত্রে তাকে দর্শক দেখেননি।

এ বিষয়ে তৌকীর আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'সোলজার সিনেমায় অভিনয় করছি। আপাতত এটুকু বলতে পারি।'

আজ রোববার রাজধানীতে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। 'সোলজার' পরিচালনা করছেন সাকিব ফাহাদ।

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তৌকীর আহমেদ। পরিচালনা করেছেন অনেক নাটকও। বেশকিছু চলচ্চিত্র পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। বর্তমানে তার রচনা ও পরিচালনায় 'ধূসর প্রজাপতি' নামের একটি ধারাবাহিক নাটক বিটিভিতে প্রচারিত হচ্ছে।
 

Comments