মাহিয়া মাহির ৪ নায়ক

স্টার ডিজিটাল গ্রাফিক্স

'ভালোবাসার রঙ' সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক ঘটে মাহিয়া মাহি। সেই সিনেমায় তার বিপরীতে নায়ক হিসেবে ছিলেন বাপ্পী। এরপর 'অগ্নি' সিনেমাটি তাকে ব্যাপক আলোচনায় নিয়ে আসে। 'পোড়ামন'-ও তুমুলভাবে আলোচিত হয়। এছাড়া, 'ঢাকা অ্যাটাক', 'দেশা দ্য লিডার', 'নবাব এলএলবি', 'অনেক সাধের ময়না'সহ অনেকগুলো চলচ্চিত্র দিয়ে নিজের ক্যারিয়ারকে উজ্জ্বল করেছেন তিনি।

মাহির বিপরীতে যেসব নায়করা অভিনয় করেছেন, তাদের মধ্যে চারজনকে নিয়ে তিনি কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।

শাকিব খান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

শাকিব খান

শাকিব খানের বিপরীতে দুটি সিনেমা করেছি। একটির নাম 'ভালোবাসা আজকাল', অপরটির নাম 'নবাব এলএলবি'। এছাড়া, 'রাজকুমার' সিনেমায় তার সঙ্গে অতিথি চরিত্রে অভিনয় করেছি। আমার চোখে শাকিব খান সেরা নায়ক। সত্যি কথা বলতে তার বিপরীতে অভিনয় শুরু করার আগে কেবলই ভাবনা কাজ করে—কীভাবে মেগাস্টারের সঙ্গে শুটিং করব? কী হবে আমার? নানান চিন্তা-ভাবনা মাথায় আসে। তবে, কাজ করার সময় দেখলাম অন্যরকম। সহযোগিতা করেন। আবার অফ-স্ক্রিনে অনেক সুন্দর। কথা বলেন অনেক। হাসি-খুশি, মজা করেন। শাকিব খানের সঙ্গে সিনেমা করা ভাগ্যের ব্যাপার।

আরিফিন শুভ
আরিফিন শুভ। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

আরিফিন শুভ

'ঢাকা অ্যাটাক' সিনেমা করেছি আমি ও আরিফিন শুভ। অসম্ভব আলোচিত সিনেমা। দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছেন। শুভর মধ্যে স্টারডম একটা ভাব আছে। নিজেকে নায়ক হিসেবে মেনটেইন করে প্রচণ্ডভাবে। সবসময় চরিত্র নিয়ে ভাবে। কাজটি ভালো করার জন্য আপ্রাণ চেষ্টা করে। ক্যামেরার সামনে একরকম, আবার ক্যামেরার বাইরে অন্যরকম। ইচ্ছা শক্তিটা অনেক বেশি। নায়ক হিসেবে কাছ থেকে দেখেছি। সিনেমা নিয়ে স্বপ্ন অনেক। সহশিল্পীর প্রতিও দায়বদ্ধতাও অনেক। ব্যক্তিজীবনেও ভালো মনের মানুষ শুভ।

Bappi
বাপ্পী। ছবি: স্টার

বাপ্পী

আমার অভিষেক সিনেমার নায়ক ছিলেন বাপ্পী। আমাদের দুজনের প্রথম সিনেমা 'ভালোবাসার রঙ' দর্শকরা বেশ ভালোভাবেই গ্রহণ করেছিলেন। সেই থেকে বাপ্পী কেবল আমার নায়ক নন, বাপ্পী আমার ভালো একজন বন্ধু। এখনো বন্ধু হিসেবে আছেন। মানুষ হিসেবে বাপ্পী অনেক ভালো। সরল তো অবশ্যই। ওর সঙ্গে আমার ঝগড়া হয় খুব। এটাকে ঝগড়া না বলে খুনসুটি বলাই ভালো।

সাইমন সাদিক। ছবি: স্টার

সাইমন সাদিক

আমার ক্যারিয়ারের আলোচিত সিনেমা 'পোড়ামন'। এই সিনেমায় নায়ক ছিলেন সাইমন সাদিক। এটি আমার ক্যারিয়ারের বড় একটি টার্নিং পয়েন্ট। 'পোড়ামন' মুক্তির পর প্রথম দিন হাউসফুল ছিল না। এটা নিয়ে অন্য একজন পরিচালক খোঁচা মেরে কথাও বলেছিলেন। এরপর মন খারাপ করি। অবশ্য পরের দিন হাউসফুল হয়েছিল। তারপর তো টানা ৯ থেকে ১০ সপ্তাহ ধরে হাউসফুল ছিল। মাস চলে যায়, কিন্তু দর্শক কমে না। এজন্যই 'পোড়ামন' আমার টার্নিং পয়েন্ট। আমাদের দুজনের জন্যই সৌভাগ্য নিয়ে এসেছিল সিনেমাটি। পরে 'জান্নাত' সিনেমা করি দুজনে। নায়ক হিসেবে সাইমন সাদিক অনেক ভালো। অনেক খোঁজ নেন সেটে। কী কী লাগবে জানতে চান। বড় কথা হচ্ছে নায়ক হিসেবে সহশিল্পীর জন্য সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মতো মন তার আছে।

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

9h ago