মিস শায়লা হয়ে পূজা চেরির একঝলক

পূজা চেরি। ছবি: সংগৃহীত

ওয়েব সিরিজ 'ব্ল্যাকমানি'তে ভিন্ন রূপে আসছেন চিত্রনায়িকা পূজা চেরি। এরই মধ্যে রায়হান রাফী পরিচালিত সিরিজটির শুটিং শেষ হয়েছে। নতুন বছরে একটি ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে সিরিজটি।

সিরিজের একটা আইটেম গানের টিজারে সম্প্রতি দেখা মিললো। 'আমি হেইলা দুইলা নাচবো যখন খাবে তুমি ঝাটকা' গানে পূজা চেরি ধরা দিলেন অন্যরকম ভাবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পূজা চেরির এমন উপস্থাপনার প্রশংসা করে অনেকেই বলছেন, পূজাকে এই প্রথম এমনভাবে দেখা গেল।

পূজা চেরি এই সিরিজে অভিনয় করেছেন মিস শায়লা চরিত্রে। দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'দীর্ঘদিন পর পরিচালক রাফীর কাজের মাধ্যমে পর্দায় ফিরছি। তার পরিচালিত হিট সিনেমা "পোড়ামন-২" এ অভিনয় করেছি। প্রথমবারের মতো তার পরিচালিত কোনো ওয়েব সিরিজে অভিনয় করলাম। সেই কারণে ভয়টা পাচ্ছি।'

তিনি আরও বলেন, 'চিত্রনায়ক রুবেলসহ অনেকের সঙ্গে প্রথম অভিনয় করেছি। আশা করি দর্শকদের কাছে প্রশংসিত হবে। সব মিলিয়ে খুব ভালো একটি কাজ হয়েছে। আমার চরিত্রটিও চ্যালেঞ্জিং। আমার বিশ্বাস, কাজটি দর্শকদের ভালো লাগবে।'

এই ওয়েব সিরিজে পূজা চেরি ছাড়াও চিত্রনায়ক রুবেল, ইন্তেখাব দিনার, সালাউদ্দিন লাভলু, পাভেলসহ অনেকেই অভিনয় করেছেন।

Comments

The Daily Star  | English

The unhealed wounds of 1971: Bangladesh's unfinished liberation

The 1971 Bangladesh Liberation War was not merely a military conflict; it was a civilisational rupture that tore through the social fabric of an entire nation, leaving scars that have never properly healed.

2h ago