গিয়াস উদ্দিন সেলিমের ‘পারফেক্ট ওয়াইফ’ 

‘পারফেক্ট ওয়াইফ’-এর একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

নতুন নির্মাণ নিয়ে ফিরছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। এবার তার রোমান্টিক কমেডি ধাঁচে বানানো 'পারফেক্ট ওয়াইফ' মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী বৃহস্পতিবার থেকে এটি দেখা যাবে। 

এই ফ্ল্যাশ ফিকশনে দম্পতির চরিত্রে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ ও আরিয়ানা জামান। আরেক দম্পতির ভূমিকায় আছেন মীর রাব্বি ও জৌপারী লুসাই। 

গিয়াস উদ্দিন সেলিম বলেন, 'স্বামী দ্বারা নির্ধারিত কিছু গুণ থাকলেই হয়তো সেই স্ত্রী পারফেক্ট। এই প্রচলিত ধারণা বা আকাঙ্ক্ষাকে প্রশ্ন করতেই আমাদের নতুন নির্মাণ 'পারফেক্ট ওয়াইফ'।

তিনি আরও বলেন, আমরা এই গল্পটা একটু মজা করে বলার চেষ্টা করেছি। আমার মনে হয় দর্শকরা পছন্দ করবেন।'

'মনপুরা', 'স্বপ্নজাল', 'পাপ পুণ্য', 'কাজলরেখা', 'গুণিন' খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের কাছে দর্শকরা সিনেমাই প্রত্যাশা করে। কেনো হঠাৎ স্বল্প দৈর্ঘ্যের কনটেন্ট নির্মাণ করলেন তিনি?

এমন প্রশ্নের জবাবে এই নির্মাতা বলেন, 'নির্মাতা হিসেবে আমি সব রকমের কাজই করতে চাই এবং করাই উচিত বলে মনে করি।'  

প্রযোজনা প্রতিষ্ঠান আলফা–আই এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকির যৌথ প্রযোজনায় নির্মিত 'পারফেক্ট ওয়াইফ' চতুর্থ ফ্ল্যাশ ফিকশন।  

Comments

The Daily Star  | English

How Bangladesh fought a global war without guns

Prof Rehman Sobhan recounts the lesser-known diplomatic battle of 1971

3h ago