মানুষের ভেতর ভালো কাজ দেখার ক্ষুধা আছে: অর্ষা
নাটক, চলচ্চিত্র, ওটিটি—এই তিন মাধ্যমেই অভিনয় করেন নাজিয়া হক অর্ষা। ভালো অভিনয় দিয়ে ইতোমধ্যে জয় করেছেন দর্শকদের মন। তার ক্যারিয়ারে ইতোমধ্যে বেশকিছু ভালো কাজ যুক্ত হয়েছে।
শোবিজে ১৪ বছরের পথচলা তার। বর্তমানে দুটো ধারাবাহিক এবং একটি এক ঘণ্টার নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।
অভিনয়জীবনের নানাদিক নিয়ে অর্ষা কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।
১৪ বছরের অর্জন কী, চানতে চাইলে অর্ষা বলেন, ১৪ বছর ধরে টিকে থাকা অনেক কঠিন। নতুনরা যেমন আসেন, আবার কেউ কেউ ঝরেও যান। তবে কেউ কেউ কাজ দিয়ে টিকেও থাকেন। অনেক বছর আগে করা নাটক নিয়েও কেউ কেউ এখনো আমার প্রশংসা করেন। বড় কথা হচ্ছে ভালো কাজ নিয়ে দর্শকরা কথা বলেন। এসবই ১৪ বছরের অর্জন।
'মানুষের ভেতর ভালো কাজ দেখার ক্ষুধা আছে। সেজন্য ভালো কাজ করে যাচ্ছি শুরু থেকে। এতকিছুর মধ্যেও মানুষ আমাকে মনে রেখেছেন। এক কথায় বলব, ১৪ বছরে অর্জন মানুষের ভালোবাসা।'
অনেকেই বলছেন কাজ কমে গেছে। আপনি কি একমত?, জবাবে তিনি বলেন, আমারও তাই মনে হচ্ছে। ওটিটির কাজ সেভাবে দেখছি না। সিনেমার কাজ তো অনেক দিন ধরেই কম হচ্ছে। নাটকের কাজ কিছু হচ্ছে। কেমন যেন থেমে গেছে। টেলিভিশন নাটকে কিছু কাজ করছি। আমি মনে করি মোটামুটি কাজ হচ্ছে।
২০২৫ সালটি কেমন কাটল, জানতে চাইলে অর্ষা বলেন, খুব ভালো কাটেনি। এই বছর মাকে হারিয়েছি। এটা বড় কষ্টের। সেজন্য বছরটি ভালো কাটেনি। মা মারা যাওয়ার দেড় মাস পর কাজে ফিরেছি।
অর্ষা বর্তমানে দুটি ধারাবাহিক নাটকের শুটিং করছেন। বিষয়টি নিয়ে তিনি বলেন, একটি পরিচালনা করছেন সাজ্জাদ সুমন, অপরটি পরিচালনা করছেন বিপ্লব হায়দার। এছাড়া কয়েকটি এক ঘণ্টার নাটকও করছি। এখন নাটকই করছি।
সংখ্যা বাড়ানো নাকি মানসম্পন্ন কাজ—কোনটিকে প্রাধান্য দিয়ে থাকেন?, জবাবে অর্ষা বলেন, দেখুন, ক্যারিয়ারের শুরু থেকেই মানসম্পন্ন কাজের প্রতি জোর দিয়ে আসছি। অনেক বেশি কাজ তা নয়। সংখ্যাটা বড় কথা নয়। বছরে হয়তো দুটি কাজ করব। কিন্তু মানসম্পন্ন হতে হবে। এভাবেই ১৪ বছর ধরে কাজ করছি।
'মানুষ যেন মনে রাখে, তেমন কাজই বেশি বেশি করতে চাই। সবসময় ভালো কাজ করতে চাই। যতদিন কাজ করব, এটা ম্যাইনটেইন করব।'
অপর এক প্রশ্নের জবাবে অর্ষা বলেন, এখানে মেয়েদের গল্প কম হচ্ছে। খুব বেশি ভালো গল্প কম পাচ্ছি। তারপরও মানুষ মনে রাখে, মানুষের ভালো লাগে, মানুষের মনে দাগ কেটে যায়—এরকম নাটক যখন করতে পারি, তখন ভালো লাগে।
'মোদ্দা কথা, ভালো চরিত্র ও ভালো গল্প লাগবে। তাহলেই সেখানে কাজ করব।'
ইউটিউবে নাটক প্রচারের বিষয়ে অর্ষা বলেন, কোন মাধ্যমে প্রচার হচ্ছে তা গুরুত্বপূর্ণ নয়। ভালো কাজ হলেই খুশি। মানসম্পন্ন কাজ প্রচার হলেই ভালো। বড় কথা হচ্ছে ভালো কাজ হওয়া চাই।


Comments