আমার স্বামী অভিনয়কে খুব সম্মানের চোখে দেখেন: তানজিকা আমিন

ছবি: সংগৃহীত

অভিনয়শিল্পী তানজিকা আমিন নতুন নতুন সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী মাসের মাঝামাঝি নতুন একটি সিনেমার শুটিং শুরু করবেন। এ ছাড়া 'ডিমলাইট' নামের একটি সিনেমার শুটিং প্রায় শেষের পথে। এটি অবশ্য চরকির প্রজেক্ট। পরিচালনা করছেন শরাফ আহমেদ জীবন । নিজেকে সিনেমাতেই দেখতে চান তিনি ।

তানজিকা আমিন বলেন,অনেক বছর ধরে অভিনয় করছি। নাটক, সিনেমা ও ওটিটি-তিন মাধ্যমেই কাজ করছি। সত্যি কথা বলতে, শুধু্ সিনেমা করতে চাই। সেভাবেই চিন্তা করেছি। এখন আমি সিনেমা নিয়ে থাকতে চাই।

তিনি আরও বলেন, কোন ঘরানার সিনেমা, তা বড় কথা নয়, ভালো গল্পের সিনেমা হতে হবে। ভালো গল্প, ভালো পরিচালক, ভালো চরিত্র, তাহলেই অভিনয় করব, যে গল্প হবে আমাদের জীবনের। সুন্দর গল্পের চরিত্রে নিজেকে বড়পর্দায় দেখতে চাই এবং শুধু সিনেমা করতে চাই ।

তানজিকা আমিন অভিনীত ২৬ পর্বের একটি ধারাবাহিক নাটক বিটিভিতে প্রচার শেষ হয়েছে সম্প্রতি । 'ধূসর প্রজাপতি' নামের নাটকটি পরিচালনা করেন তৌকীর আহমেদ। তানজিকা আমিনের সহশিল্পীও ছিলেন তিনি।

তিনি বলেন, তৌকীর ভাইয়ের সঙ্গে অনেক নাটক করেছি। সহশিল্পী হিসেবে তিনি দুর্দান্ত। বড় কথা হলো তিনি ভীষণ মেধাবী ও গুণী মানুষ। সহশিল্পী হিসেবে অনেক হেল্পফুল।

বিটিভির নাটক করে কেমন সাড়া পেয়েছেন- এই প্রশ্নের জবাবে তানজিকা আমিন বলেন, প্রচুর সাড়া পেয়েছি। কাছের মানুষ ও দর্শকদের কাছ থেকে খুব সাড়া পেয়েছি । নাটকের গল্পটাই হলো সব। ভালো গল্প হলে দর্শকরা নাটক দেখেন । তার বহু প্রমাণ এদেশে আছে ।

অন্যদিকে, ইউটিউব চ্যানেলের জন্য কিছুদিন আগে একটি নাটকের শুটিং শেষ করেছেন তানজিকা। ইউটিউবে নাটক করার বিষয়ে তানজিকা  আমিন বলেন, এটাকে আমি ভালো চোখেই দেখি । সম্প্রতি যে নাটকটি করেছি সেখানে শহীদুজ্জামান সেলিম ভাই, জোভান  এবং আমি কাজ করেছি । ভালো-মন্দ দুইরকম কাজই হচ্ছে ইউটিউবে ।

তিনি বলেন, ইউটিউব চ্যানেলে নাটক করার বিষয়ে আমার ভেতরে দ্বৈত অনুভূতি কাজ করে। তবে আমি চাই এই মাধ্যমে আরও ভালো ভালো কাজ হোক। আরও ভিন্ন ভিন্ন কাজ হোক। তাহলে দর্শকরা আরও বেশি আগ্রহী হবেন।

আরেক প্রশ্নের জবাবে এই অভিনয়শিল্পী বলেন, অভিনয় ভালোবাসি। সব মাধ্যমেই অভিনয় করছি। দর্শকদের ভালোবাসাও পাচ্ছি অনেক।

তানজিকা আমিনের স্বামী দেশের বাইরে বসবাস করেন। অভিনয়কে ঘরের মানুষ কীভাবে দেখেন, জানতে চাইলে তিনি বলেন, খুবই সম্মানের চোখে দেখেন। সত্যি কথা বলতে, অভিনয়কে খুব সম্মানের চোখে দেখেন আমার স্বামী । আমার কাজ খুব পছন্দ করেন। তার কাছ থেকে প্রচুর সাপোর্ট পাই। প্রতিদিন যোগাযোগ হচ্ছে তার সঙ্গে। খোঁজ নিচ্ছেন। আমিও নিচ্ছি।

স্বামীর বিষয়ে তিনি আরও বলেন, আমার অভিনয়ের প্রতি তার যে ভালোবাসা এটি আমাকে মুগ্ধ করে। তার সাপোর্ট আমাকে আরও ভালো কাজ করার প্রতি আগ্রহী করে তোলে।

Comments

The Daily Star  | English

'If we are not safe, our enemies cannot be safe here either'

Mahfuj Alam says foreign assets manufactured consent for attacking Hadi

43m ago