ঈদে মুক্তি পেল ৬ সিনেমা, কে কয়টা হল পেল

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার উৎসবকে ঘিরে দেশের প্রায় ১৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। এগুলো–'তাণ্ডব', 'ইনসাফ', 'নীলচক্র', 'টগর', 'এশা মার্ডার: কর্মফল', ও 'উৎসব'।

এর মধ্যে শাকিব খান অভিনীত 'তাণ্ডব' সিনেমাটি রেকর্ড ১৩২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। রায়হান রাফী নির্মিত সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন সাবিলা নূর। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে ঘিরে এগিয়েছে সিনেমার গল্প, যার ভেতরে রয়েছে টানটান উত্তেজনা ও অ্যাকশনের ঝলক।

ইতোমধ্যে সিনেমার দুটি গান প্রকাশিত হয়েছে। তারমধ্যে 'লিচুবাগানে' গানটি বেশ আলোচিত হয়েছে। 'তাণ্ডব' প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহপ্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।

সঞ্জয় সমদ্দার পরিচালিত 'ইনসাফ' সিনেমাটি ১৫টি হলে মুক্তি পেয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, মোশাররফ করিম ও শরীফুল রাজ। তাসনিয়া ফারিণ প্রথমবার বাণিজ্যিক সিনেমার নায়িকা হিসেবে এতে অভিনয় করছেন। অভিনেতা মোশাররফ করিম প্রথমবার বড়পর্দায় নেতিবাচক চরিত্রে আছেন।

সিনেমার গল্প আবর্তিত হয়েছে সমাজে বিচার ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামকে কেন্দ্র করে। 'ইনসাফ' সিনেমাটি প্রযোজনা করেছে তিতাস কথাচিত্র ও টিওটি ফিল্মস।

আরিফিন শুভ অভিনীত 'নীলচক্র' সিনেমাটি দেশের ছয়টি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে। মিঠু খান পরিচালিত সাইবার অপরাধভিত্তিক থ্রিলার সিনেমা 'নীলচক্র'। এতে আরও আছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, প্রিয়ন্তী ঊর্বী, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, মাসুম রেজওয়ান প্রমুখ।

সিনেমার গল্পে দেখা যাবে, প্রযুক্তির কল্যাণে বিভিন্ন মাধ্যমে নেশায় বুঁদ হয়ে আছে নতুন প্রজন্ম। সেই সুযোগ কাজে লাগিয়ে নানা ফাঁদ তৈরি করে অনেকে নিজেদের কার্যসিদ্ধি করে নিচ্ছে।

দেশের মোট সাতটি সিনেমা হলে মুক্তি পেয়েছে আদর আজাদ ও পূজা চেরী অভিনীত 'টগর'। এটি পরিচালনা করেছেন আলোক হাসান। অ্যাকশন ও থ্রিলার ঘরানার এই সিনেমার পোস্টার, টিজার ও গান ইতোমধ্যে নজর কেড়েছে।

'টগর' সিনেমার কাহিনি, চিত্রনাট্য এবং প্রযোজনায় এ আর মুভি নেটওয়ার্ক। সিনেমার অন্য অভিনয় শিল্পীরা হলেন রোজী সিদ্দিকী, আজাদ আবুল কালাম, জোযন, সুমন আনোয়ার, এল আর খান সীমান্ত।

আজমেরী হক বাঁধন অভিনীত 'এশা মার্ডার: কর্মফল' সিনেমাটি দেশের চারটি  মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে। একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে বাঁধনের উপস্থিতি দেখা যাবে এখানে। তিন তরুণীর হত্যাকাণ্ড নিয়ে আবর্তিত হয়েছে গল্প। সানী সানোয়ার পরিচালিত সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পূজা, ফারুক আহমেদ, শরীফ সিরাজ, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, নিবিড় আদনান, হাসনাত রিপন, সরকার রওনক রিপন, শিল্পী সরকার অপু, এ কে আজাদ সেতু, ইশিকা সাকিন, সৈয়দ এজাজ আহমেদ ও মিশা সওদাগর।

'ঈদের উৎসব, সিনেমার উৎসব' এই স্লোগানকে সামনে রেখে নির্মাতা তানিম নূর হাজির হয়েছেন 'উৎসব' সিনেমা নিয়ে। দেশের সাতটি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি। জাহিদ হাসান, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, সাদিয়া আয়মানসহ অনেকে অভিনয় করেছেন সিনেমাটিতে। এর মাধ্যমে দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরছেন জাহিদ হাসান।

Comments

The Daily Star  | English

Victory day today: A nation born out of blood and grit

The tide of war had turned by mid-December in 1971. The promise of freedom was no longer a dream. It had hardened into tangible certainty.

10h ago