সাবিলা-ফারিণ বাণিজ্যিক সিনেমায় কতটা সফল হলেন

সাবিলা নূর-শাকিব খান ও তাসনিয়া ফারিণ-শরীফুল রাজ। ছবি: সংগৃহীত

দর্শকনন্দিত দুই অভিনেত্রী সাবিলা নূর ও তাসনিয়া ফারিণ এবার ঈদুল আজহায় 'তাণ্ডব' ও 'ইনসাফ' নামের দুটি বাণিজ্যিক সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহ মাতাচ্ছেন।

দুই অভিনেত্রীর কাজ নিয়ে আলোচনা-সমালোচনায় মুখর অনেক দর্শক। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে বিস্তর কথাবার্তা। 

তবে, সমালোচনার চেয়ে প্রশংসিত হচ্ছেন বেশি এই দুই অভিনেত্রী। সিনেমা মুক্তির পর থেকে আজ পর্যন্ত প্রতিদিন অনেক শো হাউজফুল হচ্ছে।

সাবিলা নূর। ছবি: ফেসবুক থেকে নেওয়া

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, 'তাণ্ডব' সিনেমাটির এখন পর্যন্ত গ্রস সেল পাঁচ কোটির বেশি। 'ইনসাফ' সিনেমাটির এখন পর্যন্ত গ্রস সেল এক কোটির বেশি। 

মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনেও মুক্তি পেয়েছে সিনেমা দুটি। 

রাহহান রাফী নির্মিত 'তাণ্ডব' সিনেমায় সাবিলা নূর অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে। সিনেমায় 'লিচুর বাগানে' ও 'তোমাকে ভালোবেসে যেতে চাই' শিরোনামে দু'টি গানের চিত্রায়নেও অংশ নিয়েছেন তারা। 

দর্শকরা 'লিচুর বাগানে' গানটির চিত্রায়ণ, উপস্থাপন, নাচ, পর্দা রসায়ন পছন্দ করেছেন। অনেকের যে পছন্দ হয়নি, সে কথাও জানা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

সাবিলা নূর বলেন, 'তাণ্ডব' সিনেমা দিয়ে প্রথমবার মেগাস্টার শকিব খানের সঙ্গে অভিনয় করলাম। প্রথমবার রায়হান রাফীর পরিচালনায় অভিনয় করলাম। প্রথম সিনেমায় এভাবে নেচেছি। আমার অভিনীত প্রথম বাণিজ্যিক সিনেমা মুক্তি পেয়েছে। 

তাসনিয়া ফারিণ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

তিনি আরও বলেন, 'সবারই স্বপ্ন থাকে মেগাস্টারের সঙ্গে কাজ করার, আমার সেটা হয়েছে। আমি এর আগেও বলেছি, যখন বড় পর্দায় কাজ করব, আমি এমন একটি সিনেমা দিয়ে কাজ শুরু করতে চাই, যেখানে শাকিব খান আছেন এবং সেটি বাণিজ্যিকভাবে সফল হবে। আমি এত সুন্দর একটা টিম পেয়েছি, বিশেষ করে নির্মাতা রায়হান রাফী শুরুতেই হেল্প করেছিলেন আমার চরিত্র নিয়ে ভাবার।'

সঞ্জয় সমদ্দার পরিচালিত' ইনসাফ' সিনেমা দিয়ে বাণিজ্যিক ধারার সিনেমায় অভিষেক করলেন তাসনিয়া ফারিণ। সিনেমায় তার বিপরীতে আছেন শরীফুল রাজ। পুলিশ কর্মকর্তা জাহান খান চরিত্রে অনবদ্য অভিনয় দর্শক পছন্দ করেছে। 

সিনেমার 'তোমার খেয়ালে' গানের চিত্রায়ণে প্রশংসিত হচ্ছেন ফারিণ-রাজ জুটি। প্রশংসার পাশাপাশি সিনেমার অ্যাকশন দৃশ্য কিছুটা সমালোচিত হয়েছে। 

তবে 'আকাশেতে লক্ষ তারা' গানে রাজের সঙ্গে নাচের পারফরম্যান্স পছন্দ করেছেন অনেক দর্শক। 

তাসনিয়া ফারিণ বলেন, 'নতুন নতুন চ্যালেঞ্জ নিতে খুব ভালো লাগে। সেই চ্যালেঞ্জ নিয়েই "ইনসাফ" সিনেমাটি করেছি। কমার্শিয়াল সিনেমায় ফিমেল লিড যে কতটা গুরুত্বপূর্ণ সেটা সিনেমা দেখলে দর্শক বুঝবেন। আমি নিজেকে সব সময় ভিন্ন জায়গায় নিতে চেয়েছি। এখন সিনেমা আমার ধ্যান-জ্ঞান। সেই জায়গা থেকে মনে হয়েছে "ইনসাফ" আমাকে ভিন্ন একটি জায়গা তৈরি করে দিতে সহায়তা করবে।'

এর আগে, তাসনিয়া ফারিণ সিনেমায় অভিনয় করেছেন ধ্রুব হাসান নির্মিত 'ফাতিমা', অতনু ঘোষ নির্মিত কলকাতার সিনেমা 'আরো এক পৃথিবী'। সর্বশেষ মুক্তি পেয়েছে সঞ্জয় সমদ্দার নির্মিত 'ইনসাফ' সিনেমাটি। 

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

8h ago