সেরা কণ্ঠশিল্পী হলেন মাহতিম সাকিব ও সানজিদা মাহমুদ নন্দিতা

শিহাব শাহীন পরিচালিত ওটিটি সিনেমা 'কাছের মানুষ দূরে থুইয়া' এর গান 'মেঘ বালিকা' গেয়ে সেরা গায়ক/গায়িকা পুরস্কার জিতেছেন মাহতিম সাকিব ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাদের যুগল কণ্ঠের আবেগ ও সুরের মেলবন্ধন গানটিকে বছরের সবচেয়ে স্মরণীয় গানের একটি করেছে।
ইউটিউবে কাভার গান গেয়ে পরিচিতি পাওয়া মাহতিম পরে প্লেব্যাকের মাধ্যমে নিজের জায়গা তৈরি করেন। 'মনর মতো মানুষ পাইলাম না' সিনেমার 'প্রাণ জুড়ায়ে যায়' গান তাকে বিশেষভাবে জনপ্রিয় করে তোলে। এরপর তিনি কলকাতার সিনেমা 'চিনি ২'-এ গেয়েছেন 'তুমি জানতেই পারো না।' এছাড়া নিজের প্রজেক্ট 'মাহতিম অন দ্য মাইক' দিয়ে নতুন ধারা নিয়ে কাজ করছেন।
অন্যদিকে নন্দিতা বাংলাদেশ আইডলের মাধ্যমে পরিচিতি পান। তিনি 'হালদা' সিনেমার 'নোনা জল', একক গান 'হঠাৎ ভালোবাসা' দিয়ে শ্রোতাদের মন জয় করেছেন। তবে তার সবচেয়ে বড় সাফল্য আসে 'কোক স্টুডিও বাংলা' থেকে। যেখানে তিনি 'বুলবুলি' ও 'দাঁড়ালে দুয়ারে' গান তাকে নতুনভাবে আলোচনায় আনে।
এই পুরস্কার তাদের অসাধারণ দ্বৈত গানের স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে দেখিয়েছে, বাংলাদেশের নতুন প্রজন্মের শিল্পীরা ঐতিহ্যবাহী গান ও ডিজিটাল সঙ্গীত, দুই ক্ষেত্রেই শক্ত অবস্থান তৈরি করছে।
Comments