ব্লেন্ডারস চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি অ্যাওয়ার্ডস

সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন পরীমনি

পরীমনির হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। ছবি: স্টার

'রঙিলা কিতাব'-এ অসাধারণ অভিনয়ের জন্য জনপ্রিয় ক্যাটাগরিতে এ বছর ব্লেন্ডারস চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস জিতেছেন পরীমনি।

অনম বিশ্বাস পরিচালিত এই হইচই অরিজিনাল সিরিজটি মুক্তি পায় ২০২৪ সালের শেষদিকে। গল্পে দেখা যায় সুপ্তি নামের এক সন্তানসম্ভবা নারীকে, যাকে মিথ্যা অপরাধে অভিযুক্ত করা হয় এবং তিনি স্বামীকে নিয়ে পালিয়ে বেড়ান। চরিত্রে পরীমনির দৃঢ়তা ও অসহায়তার মিশ্র অভিনয় দর্শকের মনে গভীর ছাপ ফেলেছে। তাই তিনি বছরের দর্শকপ্রিয় অভিনেত্রী নির্বাচিত হয়েছেন।

সাম্প্রতিক সময়ে তিনি 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' (২০২৩) এবং চয়নিকা চৌধুরীর  'কাগজের বউ'-এ (২০২৪) অভিনয় করেন। এই কাজগুলো সঙ্গে 'রঙিলা কিতাব'-এ দুর্দান্ত অভিনয় মূলধারার চলচ্চিত্র ও ডিজিটাল প্রযোজনায় সমানভাব সফল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

Comments

The Daily Star  | English

A night of stars and stories

Blender’s Choice–The Daily Star OTT & Digital Content Awards returned for its fourth edition yesterday

6h ago