লাবণ্যর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন পরীমনি

পরিমনী
পরিমনী। ছবি: সংগৃহীত

'ফেলুবক্সী' সিনেমা দিয়ে কলকাতায় অভিষেক হচ্ছে চিত্রনায়িকা পরীমনির। আগামী বছরের ১৭ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। সেই সিনেমার চরিত্র লাবণ্য লুকে ধরা দিয়েছেন পরীমনি। 

এ সিনেমার নিজের লুক প্রকাশ করে পরীমনি সামাজিক মাধ্যম ফেসবুকে লিখেছেন, 'লাবণ্যর সঙ্গে পরিচিত হও, যে তার উষ্ণতা এবং আত্মবিশ্বাস দিয়ে সমস্ত কিছুকে প্রজ্বলিত করে। চমৎকার মন, বিশেষ করে চওড়া হাসি দিয়ে সে বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেয়।'

সিনেমাটি নির্মাণ করেছেন দেবরাজ সিনহা। সিনেমায় পরীমনি ছাড়াও অভিনয় করেছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার।

পরীমনি বলেন, 'লাবণ্য চরিত্রটা যখন পড়লাম, মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে, এটা আমি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারব। সেই কারণে চরিত্রটা করেছি। কতটা ভালো পেরেছি বা পারছি, সেটি দর্শক বলবেন।'

'ফেলুবক্সী' সিনেমাটি থ্রিলার ঘরানার। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। ফেলুবক্সী চরিত্রটি স্মার্ট এবং প্রযুক্তির সঙ্গে আপডেটেড। সাধারণ এক বাঙালি ছেলে, যে খেতে খুব ভালোবাসে আর রহস্যের সমাধান করতে। যে রহস্যের কেন্দ্রে থাকেন পরীমনি।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago