যার মধ্যে সত্য আছে তার সাহস আছে: পরীমনি

পরীমনি। ফাইল ছবি সংগৃহীত

উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আদালতে আজ আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী পরীমনি।

আজ সোমবার জামিন পাওয়ার পর দ্য ডেইলি স্টারকে পরীমনি বলেন, 'সবার কাছে আমি কৃতজ্ঞ। সবার কাছে আমি ঋণী।'

পরীমনি আরও বলেন, 'গতকাল গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর এত এত মানুষের সমর্থন পেয়েছি যা বলে শেষ করতে পারব না । অসংখ্য মানুষ আমার জন্য দোয়া করেছেন। আমাকে সাহস জুগিয়েছেন। সারাজীবন তাদের কথা মনে রাখব।'

তিনি আরও বলেন, মানুষের ভালেবাসা পাওয়ার চেয়ে বড় কিছু নেই। আগেও প্রমাণ পেয়েছি। গতকাল আরও বেশি করে প্রমাণ পেয়েছি। ভালোবাসার শক্তির কাছে সবকিছু পরাজিত হয়ে আসছে যুগ যুগ ধরে। আমি চিরকৃতজ্ঞ।

পরীমনির সাহসের উৎস কী- এর জবাবে তিনি বলেন, যার মধ্যে সত্য আছে তার সাহস আছে। আমি অন্যায় কিছু করিনি। আমি সৎ আছি। আমার মধ্যে সাহস তো থাকবেই।

পরীমনি বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষের মধ্যেই সাহস আছে। কেউ প্রকাশ করতে পারে, কেউ পারে না। আমি পারি। উপরওয়ালার রহমতে ও সবার দোয়ায় আমি সত্যের সঙ্গে আছি। সেজন্যই আমি সাহস দেখাতে পারি।

এক প্রশ্নের জবাবে পরীমনি বলেন, যখনই অন্যায় দেখেছি তখনই প্রতিবাদ করেছি। আমার সততাই সাহসের মূল চাবিকাঠি। আমার ভেতরে সত্যটা আছে। তাই সাহস করে কথা বলতে পারি।

আবারও সবার প্রতিও আমি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, 'এখন বাসায় যাচ্ছি। আজ একটু ভালো লাগছে। গণমাধ্যমের ভালোবাসার কথাও ভুলব না।'

 

Comments

The Daily Star  | English

Record toll collection on Padma and Jamuna bridges

Padma Bridge generated a record toll revenue of Tk 54.32 crore, while Jamuna Tk 41.81 crore

1h ago