দুনিয়ার সেরা পুরস্কার পেলেও গ্রামের মানুষের কাছে আমি বদলে যেতে পারব না: পরীমনি

পরীমনি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এবারের ঈদের ছুটিতে পিরোজপুরের ভান্ডারিয়া গিয়েছিলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। সেখানে তার নানাবাড়ি। শৈশব-কৈশোরসহ জীবনের অনেকগুলো বছর কেটেছে সেখানে।

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ওখানে গেলেই ভালো লাগে, মন ভালো হয়ে যায়।

দীর্ঘ বিরতির পর গিয়েছিলেন নিজের স্মৃতিবিজড়িত গ্রামে। কী কী করেছেন, জানতে চাইলে পরীমনি বলে, অনেক মজা করেছি। ভীষণ আনন্দ করেছি। বেশ কিছুদিন ছিলাম। শুধু গরমটা বেশি ছিল। তবে, আনন্দ করেছি খুব।

'বাড়ি থেকে কিছুদূরে একটি বিল আছে। অপূর্ব সুন্দর একটি বিল। ওখানে গাড়ি নিয়ে ঘুরতে গেছি। বিলের দিকে তাকিয়ে সূর্যাস্ত দেখেছি। কী যে ভালো লেগেছে। মনে হয়েছে জীবনের সেরা সময় পার করছি। মনে হয়েছে এর চেয়ে সুন্দর আর কিছু নেই।'

পরীমনির নানাবাড়িতে একটি পুকুর আছে। সেখানেও সুন্দর সময় কাটিয়েছেন। তিনি বলেন, ওই পুকুরকে ঘিরে আমার জীবনের সুন্দর সুন্দর মধুর স্মৃতি আছে। ফেলে আসা ছেলেবেলায় পুকুরে সাঁতার কাটা, হইচই করা, দুষ্টুমি করা—কতই না স্মৃতি। এবারও পুকুরের কাছে সময় পার করেছি। সাঁতার কেটেছি। পুকুরে হাঁস ভেসে বেড়ায়—এই দৃশ্য চোখে ভাসছে।

ছবি: ফেসবুক থেকে নেওয়া

নিজের দুই সন্তানকে নিয়ে গিয়েছিলেন ভান্ডারিয়ায়। তাদের নিয়ে বলেন, ওরাও খুব মজা করেছে। ওরাই আমার সব। ওদের আনন্দ মানেই আমার আনন্দ।

নানাকে কতটা মিস করেছেন? জবাবে পরীমনি বলেন, আমার জীবনে নানাভাইয়ের অবদান বেশি। যতদিন ছিলাম মনে হয়েছে তিনি কাছাকাছি আছেন। তার জন্য সবাই দোয়া করবেন।

গ্রামে গিয়ে পরীমনি সবার সঙ্গে মিশেছেন। সবার সঙ্গে বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলেছেন। তিনি বলেন, গ্রামের সবার সঙ্গে মিশতে পারার মধ্যে কী যে ভালোবাসা লুকিয়ে আছে, কী যে মায়া লুকিয়ে আছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। ওটাই জীবন।

এক প্রশ্নের জবাবে পরীমনি বলেন, আমার গ্রামের অনেকেই ভেবেছে তাদের সঙ্গে নায়িকার মতো ব্যবহার করব, তারকার মতো আচরণ করব। কিন্তু না। তাদের কাছে আমি পরীমনি। দুনিয়ার সেরা সেরা পুরস্কার পেলেও আমি গ্রামের মানুষের কাছে বদলে যেতে পারব না। বদলাতে চাইও না তাদের কাছে। আমি যা ছিলাম তাই থাকতে চাই সারাজীবন গ্রামের মানুষের কাছে।

'ওখানে গেলে আমি হয়ে যাই। আমার ভেতরে যে সরলতা, যে জীবন আমি যাপন করেছি গ্রামে, তাই হয়ে যাই। আমি যত বড়ই হই না কেন, তাদের কাছে আগের পরী থাকতে চাই। এই জীবনটা অনেক সুন্দর।'

ছবি: ফেসবুক থেকে নেওয়া

সিনেমার মানুষ হিসেবে ঈদের সিনেমার খোঁজ নিয়েছেন কী? জানতে চাইলে পরীমনি বলেন, অবশ্যই। সিনেমার সব খোঁজ নিয়েছি। ঈদের সিনেমা দর্শকরা দেখছেন, কোনো কোনো সিনেমা খুবই ভালো যাচ্ছে শুনেছি।

ঈদের সিনেমার বিষয়ে তিনি আরও বলেন, এখন ভালো সিনেমার প্রতিযোগিতা হচ্ছে, ভালো পরিচালক, ভালো গল্প ও ভালো অভিনয়ের প্রতিযোগিতা হচ্ছে। এসব ভালো খবর।

তিনি বলেন, দেশের বাইরেও আমাদের সিনেমা নিয়ে আগ্রহ বাড়ছে। এটিও ঢাকাই সিনেমার জন্য আনন্দের খবর।

নতুন সিনেমার বিষয়ে জানতে চাইলে এই নায়িকা বলেন, কিছুদিন পর জানাতে পারব।

Comments

The Daily Star  | English
foreign travel rules for government officials Bangladesh

Advisers, secretaries flouting foreign travel rules

CA upset over repeated violations; officials urged to follow directives ahead of election

2h ago