চীন-জাপান উত্তেজনা

চীনা সদস্য থাকায় কে-পপ ব্যান্ডের অনুষ্ঠান বাতিলের দাবি জাপানিদের

দক্ষিণ কোরিয়ার কে-পপ গার্লগ্রুপ এস্পার। ছবি: সংগৃহীত

জাপানের বহু মানুষ দক্ষিণ কোরিয়ার কে-পপ গার্লগ্রুপ এস্পার বছর শেষের বিখ্যাত অনুষ্ঠান এনএইচকে রেড অ্যান্ড হোয়াইট সিংগিং কনটেস্টে অংশগ্রহণ বাতিলের দাবিতে একটি অনলাইন পিটিশন করেছে। ইতোমধ্যে ওই পিটিশনে ৭০ হাজারের বেশি মানুষ সই করেছেন।

কেন এই বিরোধ?

কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, কারণ ওই গ্রুপের সদস্য নিংনিং একজন চীনা নাগরিক।

পিটিশনে বলা হচ্ছে, তার উপস্থিতি জাপানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে এবং ঐতিহাসিক ট্র্যাজেডির শিকার মানুষদের মনে আঘাত করতে পারে।

এই বিষয়টি মূলত জাপান–চীন রাজনৈতিক উত্তেজনা থেকে তৈরি হয়েছে। বিশেষ করে জাপানের প্রধানমন্ত্রী সম্প্রতি বলেছেন, চীন তাইওয়ানে হামলা করলে জাপান আত্মরক্ষামূলক বাহিনী পাঠাতে পারে।

পুরনো বিতর্কিত পোস্টও আবার সামনে এসেছে

২০২২ সালে বাবলে একটি অ্যাটমিক বোমার আকৃতির ল্যাম্পের ভিডিও পোস্ট করেছিলেন নিংনিং। ওই পোস্টে তিনি লিখেছিলেন, 'আমি একটা সুন্দর ল্যাম্প কিনেছি, কেমন লাগছে?'

নিংনিংয়ে ওই পোস্টটি নতুন করে জাপানি ফ্যানদের সমালোচনার মুখে পড়েছে। কারণ তারা এটিকে হিরোশিমা-বিস্ফোরণের ট্র্যাজেডির সঙ্গে তুলনা করছেন।

তবে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, এস্পার কোম্পানি এসএম এন্টারটেইনমেন্ট নিশ্চিত করেছে বোমা নিয়ে হাসাহাসি করার কোনো উদ্দেশ্য নিংনিংয়ের ছিল না।

অবশ্য এসএম এন্টারটেইনমেন্ট পরে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

কে-পপ জগতে উত্তেজনা ছড়িয়ে পড়ছে

জাপান–চীন রাজনৈতিক উত্তেজনার কারণে কে-পপ গ্রুপগুলো (যাদের সদস্য চীনা বা জাপানি) ভবিষ্যতে সমস্যায় পড়তে পারে বলে শিল্প বিশ্লেষকেরা আগেই সতর্ক করেছিলেন।

চীনের কিউকিউ মিউজিক হঠাৎ করেই জনপ্রিয় জাপানি বয় গ্রুপ জোওয়ানের ফ্যান মিটিং বাতিল করেছে। তবে কেন বাতিল করা হয়েছে তার কারণ জানানো হয়নি।

Comments

The Daily Star  | English

Unbowed

Mobs vandalise, torch The Daily Star, Prothom Alo offices in nightlong mayhem; 28 Star journos rescued after being trapped for hours on rooftop

9h ago