জাপানি যুদ্ধবিমানের দিকে রাডার তাক করেছে চীন, অভিযোগ টোকিওর

জাপানের ওকিনাওয়ার কাছাকাছি চীনের বিমানবাহী রণতরী লিয়াওনিং। ছবি: রয়টার্স

জাপানের ওকিনাওয়া উপকূলে জাপানি বিমানবাহিনীর একটি এফ–১৫ যুদ্ধবিমানের দিকে চীনা জে–১৫ যুদ্ধবিমান ফায়ার–কন্ট্রোল রাডার তাক করেছে বলে অভিযোগ জাপানের। এতে করে দুই দেশের মধ্যে নতুন উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, এই ধরনের রাডার তাক করার ঘটনা সম্ভাব্য হামলার ইঙ্গিত দেয়। তিনি জানান, জাপান 'শান্ত ও দৃঢ়ভাবে' প্রতিক্রিয়া জানাবে।

প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি ব্লুমবার্গকে বলেন, ওকিনাওয়ার দক্ষিণ–পূর্বাংশে অন্তত দুটি ঘটনায় চীনা জে–১৫ বারবার জাপানি বিমানের দিকে রাডার তাক করেছে। একটি ঘটনা ছিল প্রায় তিন মিনিট, আরেকটি প্রায় ৩০ মিনিট।

রয়টার্স জানিয়েছে, বেইজিং অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, জাপানের যুদ্ধবিমানই বারবার কাছে এসে তাদের পূর্বঘোষিত নৌ–মহড়া ব্যাহত করেছে। এমনকি চীনা যুদ্ধবিমানকে ঝুঁকিতেও ফেলেছে।

চীনা নৌবাহিনী জাপানের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগও এনেছে।

তাইওয়ান ইস্যু ঘিরে আগেই দুই দেশের টানাপোড়েন বেড়েছে।

গত মাসে তাকাইচি বলেছিলেন, তাইওয়ানে চীনা হামলা হলে তা জাপানের জন্য 'অস্তিত্বের হুমকি' হবে।

রয়টার্স বলছে, এর পর থেকেই চীন তাদের নাগরিকদের জাপানে ভ্রমণ না করার পরামর্শ দেয় এবং জাতিসংঘে প্রতিবাদপত্র পাঠায়। তাদের 'ওয়ান চায়না'নীতির প্রতি সমর্থন আদায় করতে অন্যান্য দেশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

ব্লুমবার্গ জানিয়েছে, এই ঘটনার মধ্যেই টোকিও সফররত অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস উদ্বেগ জানিয়েছেন। তিনি জাপানের প্রতি সমর্থনও জানান।

অন্যদিকে জাপানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জর্জ গ্লাসও সামাজিক যোগাযোগমাধ্যমে জাপানের পাশে থাকার কথা বলেন।

তবে রয়টার্স জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অন্য জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা এ ঘটনায় নীরব রয়েছেন। ট্রাম্প প্রশাসন শুধু জানিয়েছে, তারা দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান ঘিরে সংঘাত বাড়াতে চায় না। সেইসঙ্গে মিত্রদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সহায়তা করছে তারা।

রয়টার্স জানিয়েছে, ট্রাম্প আগামী বছর বাণিজ্য আলোচনা নিয়ে বেইজিং সফরের প্রস্তুতি নিচ্ছেন। গত মাসে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচিকে ফোন করে বিরোধ পরিস্থিতি জটিল না করার আহ্বানও জানান।

টোকিওর দাবি, ২০১৩ সালেও চীনা নৌবাহিনী জাপানের একটি যুদ্ধজাহাজের দিকে রাডার তাক করেছিল। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, তাইওয়ান প্রণালী ও ওকিনাওয়া ঘিরে বাড়তি টহল ও মহড়ার কারণে এমন ঝুঁকিপূর্ণ মুখোমুখি ভবিষ্যতে আরও বাড়তে পারে।

Comments

The Daily Star  | English

National flag-draped coffin of Sharif Osman Hadi reaches Dhaka

Inqilab Moncho spokesperson died in Singapore after being critically injured in a shooting

49m ago