দুর্নীতির দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রীর মৃত্যুদণ্ড

চীনের সাবেক কৃষিমন্ত্রী ট্যাং রেনজিয়ানকে দুর্নীতির দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত।
আজ রোববার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
তবে এখুনি কার্যকর হচ্ছে না তার মৃত্যুদণ্ড। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার জন্য দুই বছর সময় পাবেন তিনি।
উত্তর-পূর্বাঞ্চলের জিলিন প্রদেশের চাংচুন-এর সরকারি আদালত এক বিবৃতিতে জানায়, '২০০৭ থেকে ২০২৪ সালের মধ্যে ট্যাং রেনজিয়ান নগদ অর্থ ও সম্পত্তি মিলিয়ে প্রায় ২৬৮ মিলিয়ন ইউয়ান (৩৮ মিলিয়ন মার্কিন ডলার) ঘুষ নিয়েছেন।'
আদালতের রায় অনুযায়ী, এসব ঘুষ 'বড় আকারে রাষ্ট্র ও জনগণের স্বার্থহানি করেছে। এ কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে।'
আদালত আরও জানায়, ট্যাং তার অপরাধে স্বীকার করেছেন এবং তিনি এ জন্য অনুতপ্ত।
সাম্প্রতিক সময়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কঠোর দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেছেন। বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা ইতোমধ্যে চাকরি হারিয়ে শাস্তির মুখে পড়েছেন।
শি'র সমর্থকরা বলছেন এই অভিযান সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে সমালোচকরা বলছেন, দুর্নীতি দমনের অজুহাত দেখিয়ে প্রেসিডেন্টের হাতে রাজনৈতিক প্রতিপক্ষদের শায়েস্তা করার ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে।
এর আগে উত্তর-পশ্চিমের গানসু প্রদেশের গভর্নরের দায়িত্ব পালন করেন ট্যাং। পাশাপাশি দক্ষিণের স্বশাসিত অঞ্চল গুয়াংজি'র ভাইস চেয়ারম্যানের দায়িত্বেও ছিলেন তিনি।
এর আগে সাবেক প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু ও ওয়েই ফেংহে'র বিরুদ্ধে একই ধরনের দুর্নীতির অভিযোগ আনা হয়।
মাত্র ৭ মাস দায়িত্ব পালনের পর লি শাংফুকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে ঘুষ নেওয়ার অভিযোগের ভিত্তিতে তাকে চীনের কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়।
তার উত্তরসূরি ও বর্তমান প্রতিরক্ষামন্ত্রী ডং জুনের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে।
Comments