চীনা স্মার্টফোন নিয়ে শি-লির নজিরবিহীন রসিকতা

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি'র হাতে শাওমি হ্যান্ডসেট তুলে দিচ্ছেন চীনের নেতা শি জিনপিং। ছবি: এএফপি
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি'র হাতে শাওমি হ্যান্ডসেট তুলে দিচ্ছেন চীনের নেতা শি জিনপিং। ছবি: এএফপি

চীনের নেতা শি জিনপিং বেশ গম্ভীর প্রকৃতির মানুষ। এমনকি, আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে তাকে খুব একটা হাসিমুখেও দেখা যায় না। এই 'সিরিয়াস' মানুষটি সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিউং-এর সঙ্গে রসিকতায় মেতে ওঠেন।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

দক্ষিণ কোরিয়ার গেওংজু শহরে চলছে অ্যাপেক সম্মেলন। সম্মেলনের ফাঁকে শি ও লি উপহার বিনিময় করেন।

দক্ষিণ কোরিয়ায় নির্মিত ডিসপ্লেযুক্ত দুইটি শাওমি ব্র্যান্ডের স্মার্টফোন হাতে পেয়ে লি বলেন, 'এই ফোনে কথা বলা কি নিরাপদ?'। এ কথা শুনে হেসে দেন শি।

ফোনের দিকে ইঙ্গিত করে শি জবাব দেন, 'ফোনে আড়ি পাতার ব্যবস্থা আছে কিনা, তা পরীক্ষা করে দেখতে পারেন।'

লি'র হাতে দুইটি চীনের তৈরি স্মার্টফোন তুলে দিয়ে শি মজা করে বলেন, 'ভালো করে দেখে নিন। এতে আড়ি পাতার ব্যবস্থা আছে কিনা।'

অনেক ফোনে আগে থেকে এমন কিছু সফটওয়্যার ইনস্টল করা থাকে, যার মধ্যে তৃতীয় কোনো পক্ষ ফোনালাপে আড়ি পাতার সুযোগ পান।

শির এই রসিকতায় জোরে হেসে উঠেন লি।

দুই নেতার এই হাসি-তামাশা সপ্তাহান্তে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে তুমুল আলোড়ন সৃষ্টি করে। এর মূল কারণ, গোমড়ামুখো শি রসিকতা করেন না বললেই চলে। আর গুপ্তচরবৃত্তি নিয়ে রসিকতা করার বিষয়টিকেও নজিরবিহীন বলে উল্লেখ করা হয়েছে।

আজ সিউল শিনমুন দৈনিকের এক সংবাদের শিরোনাম ছিল: 'শাওমি ফোনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রসিকতা করলেন লি, হাসিতে ফেটে পড়লেন শি'।

ইউটিউবে দুইজনের এই রসিকতাপূর্ণ বাক্য বিনিময়ের ভিডিওতে অন্তত ৮০০টি মন্তব্য এসেছে। অনেকেই এই বিরল ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি ও চীনের নেতা শি জিনপিং। ছবি: এএফপি
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি ও চীনের নেতা শি জিনপিং। ছবি: এএফপি

এক নেটিজেন মন্তব্য করেন, 'দেখে মনে হচ্ছে দুই মার্শাল আর্ট শিক্ষক ডুয়েল লড়ার আগে কথা বলছেন।'

লি'র মুখপাত্র কিম নাম-জুন এএফপিকে বলেন, গত দুই দিনে দুই নেতার মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখা গেছে। তাদের মধ্যে একাধিকবার দেখা, কথা ও আলোচনা হয়েছে। এই রসিকতাপূর্ণ মুহূর্তটি এরই প্রমাণ।

তিনি আরও বলেন, 'স্বাগত জানানোর অনুষ্ঠান, উপহার বিনিময়, রাজকীয় ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে বন্ধু হয়েছেন এই দুই নেতা।'

'দুইজনের সম্পর্ক ভালো না হলে জনসম্মুক্ষে এ ধরনের রসিকতা করতেন না তারা,' বলেও মন্তব্য করেন তিনি।

 

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

3h ago