ফিডব্যাক ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সেলিম হায়দার মারা গেছেন

সেলিম হায়দার। ছবি: সংগৃহীত

ফিডব্যাক ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য গিটারিস্ট সেলিম হায়দার মারা গেছেন।

আজ বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সংগীতশিল্পী বাপ্পা মজুমদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সম্প্রতি অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেলিম হায়দার। তিনি ক্যানসারসহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন। 

ফিডব্যাক গঠনের আগে সেলিম হায়দারের প্রথম ব্যান্ড ছিল 'সন্ন্যাসী'। প্রয়াত গায়ক শেখ ইশতিয়াক ছিলেন এই ব্যান্ডের ভোকাল।

পরবর্তীতে তিনি 'ফিডব্যাক', 'মাকসুদ ও ঢাকা' ব্যান্ডে গিটার বাজান। সবশেষ 'উল্লাস' এবং 'সেলিম হায়দার ও ফ্রেন্ডস' ব্যান্ডে বাজাতেন তিনি। 

তার সুর করা ফিডব্যাকের দুটি জনপ্রিয় গান হল 'এইদিন চিরদিন রবে' ও 'ঐ দুর থেকে দুরে'।

অসংখ্য গানের সঙ্গে গিটার বাজানো এই সংগীতশিল্পী বাজিয়েছেন প্রখ্যাত শিল্পী রুনা লায়লার সঙ্গেও।

অন্তর্মুখী সেলিম হায়দার মুলত লিড গিটারিস্ট হলেও বেজ, রিদম ও কি-বোর্ড বাজানোতেও সমান পারদর্শী ছিলেন।

ফিডব্যাক ব্যান্ডের কি-বোর্ডিস্ট ফোয়াদ নাসের বাবু ডেইলি স্টারকে জানান, আগামীকাল বাদ জুমা হাতিরপুল পুকুরপাড় মসজিদে সেলিম হায়দারের জানাজা অনুষ্ঠিত হবে।

Comments

The Daily Star  | English

Unbowed

Mobs vandalise, torch The Daily Star, Prothom Alo offices in nightlong mayhem; 28 Star journos rescued after being trapped for hours on rooftop

8h ago