৬০’র দশকের চট্টগ্রামের ব্যান্ড লাইটনিংসের প্রতিষ্ঠাতা সদস্য নোয়েল মেন্ডিস মারা গেছেন

নোয়েল মেন্ডেজ। ছবি: সংগৃহীত

ষাটের দশকের চট্টগ্রামের কিংবদন্তি ব্যান্ড লাইটনিংসের প্রতিষ্ঠাতা সদস্য ও গিটারিস্ট নোয়েল গ্রেগরি মেন্ডিস মারা গেছেন। 

গতকাল সোমবার ভোরে বন্দরনগরীর একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

লাইটনিংস ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ফরিদ রশীদ, নিও মেন্ডিস, নোয়েল মেন্ডিস ও শাকিল। ছবি: সংগৃহীত

একইদিন বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রামের পাথরঘাটার হলি রোজারি ক্যাথেড্রালে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

১৯৬৭ সালে ফরিদ রশীদ, নিও মেন্ডিস, নোয়েল মেন্ডিস ও শাকিল গড়ে তোলেন লাইটনিংস ব্যান্ডটি।

১৯৬৮ সালে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি প্রতিযোগিতায় বাংলাদেশের প্রথম ব্যান্ড আইওলাইটসের সঙ্গে অংশ নেয় লাইটনিংস, উইন্ডিসাইট অব কেয়ার, র‍্যাম্বলিং স্টোনস।

নোয়েল মেন্ডেজের পরিবার বাংলাদেশের লজিস্টিকস, শিপিং ও পণ্য পরিবহণ খাতে অগ্রণী ভূমিকার জন্য পরিচিত। 

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

8h ago