মোশাররফ করিমকে এভাবে দেখা যায়নি আগে

মোশাররফ করিম

একেবারেই ভিন্ন, ভয়ানক রূপে দেখা দিলেন অভিনেতা চরিত্রে মোশাররফ করিম। আগে তাকে এমনভাবে দেখা যায়নি।

আজ রোববার সন্ধ্যায় পরিচালক সঞ্জয় সমদ্দারের 'ইনসাফ' সিনেমায় দ্বিতীয় পোস্টারে নতুন চেহারায় দেখা দিলেন তিনি।

পোস্টারটি শেয়ার করে লেখা হয়েছে, 'এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ!

সিনেমাটি আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে। সিনেমায় আরো আছেন শরীফুল রাজ। তার  বিপরীতে থাকছেন তাসনিয়া ফারিণ।

এর আগে গত ২৫ এপ্রিল প্রকাশিত হয়েছে 'ইনসাফ' সিনেমার ফার্স্ট লুক পোস্টার। সেখানে শরিফুল রাজ হাতে রক্তাক্ত কুড়াল, ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্তের দাগ নিয়ে হাজির হয়েছিলেন।

সিনেমাটি প্রযোজনা করছে তিতাস কথাচিত্র।

Comments

The Daily Star  | English

No note of dissent in July Charter: Nahid

All those who took part in July Uprising should be represented in the next parliament, he says

39m ago