‘ক্ষতিপূরণ’ নাটক দিয়ে আলোচনায় মালাইকা চৌধুরী

মালাইকা চৌধুরী। ছবি: সংগৃহীত

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী মালাইকা চৌধুরী অভিনীত 'ক্ষতিপূরণ' নাটকটি বেশ সাড়া ফেলেছে। 

এ নাটক দিয়ে আলোচনায় এসেছেন মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা।

সম্প্রতি দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে মালাইকা চৌধুরী বলেন, 'ক্ষতিপূরণ নাটকটি করে সবার কাছ থেকে বেশ সাড়া পাচ্ছি। সবাই খুব প্রশংসা করছেন। পরিবারের সবার ভালোবাসা পাচ্ছি।'

শুটিং করার সময় এমন ভাবনা ছিল কী? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'প্রত্যাশা তো ছিলই। নাটকের সবারই প্রত্যাশা ছিল দর্শকদের ভালো লাগবে, দর্শকদের স্পর্শ করবে।'

মালাইকা চৌধুরী। ছবি: সংগৃহীত

আগাম প্রত্যাশার কারণ সম্পর্কে মালাইকা বলেন, 'এই নাটকের গল্পটাই সব। মানবিক ও পারিবারিক গল্প। একটু ভিন্ন ধাঁচের গল্প।'

এবারের ঈদে প্রচারিত নাটকগুলোর মধ্যে ইউটিউব ট্রেন্ডিংয়ের দিক থেকে শীর্ষে অবস্থান করছে 'ক্ষতিপূরণ'। প্রায় ৫ দিন ট্রেন্ডিংয়ের দ্বিতীয় অবস্থানে ছিল। 

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় এ নাটকে মালাইকার বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান।

মালাইকা চৌধুরী বলেন, 'ইয়াশ রোহান অনেকবার বলেছেন আমি কি মেহজাবীন আপুর সঙ্গে অভিনয় করছি, নাকি মালাইকার সঙ্গে। মনে হচ্ছে মেহজাবীন আপুর সঙ্গে অভিনয় করছি।'

'ইয়াশের মতো মন্তব্য আরও অনেকেই করেছেন। কাছের মানুষরাও বলেছেন আমার অভিনয় নাকি মেহজাবীন আপুর মতো হচ্ছে,' বলেন তিনি।

মালাইকা বলেন, 'মেহজাবীন আপু তো আমাকে গাইড করছেন। বলেছেন আরও ভালো করতে হবে। বাবা-মা নাটকটি দেখেছেন, তারাও প্রশংসা করেছেন।'

ক্যামেরার সামনে যাবার আগে কতটুকু প্রস্তুতি ছিল? মালাইকা চৌধুরী বলেন, 'শুটিং করার ৫-৬ দিন আগে স্ক্রিপ্ট পেয়েছি। একরাতেই পুরো স্ক্রিপ্ট পড়ে ফেলি। তারপর নিজের ভেতরে প্রস্তুতি চলে। তাছাড়া, পরিচালকের অফিসে একদিন গিয়েছিলাম আমি ও ইয়াশ রোহান। সেদিন স্ক্রিপ্ট পড়েছি।'

ক্ষতপিূরণ নাটকে মালাইকা চৌধুরী অভিনয় করেছেন সাংবাদিকের চরিত্রে। ঢাকা ও আউটডোরে শুটিং করেছেন। গ্রামের দৃশ্যের শুটিং হয়েছে নরসিংদী জেলায়।

অভিনয়ে নিয়মিত হওয়ার বিষয়ে মালাইকা চৌধুরী বলেন, 'ভালো কাজ পেলে নিয়মিত অভিনয় করব। ভালো গল্প, ভালো চরিত্র, ভালো পরিচালক পেলে কাজে নিয়মিত হতে চাই। এবারের কাজটি যেমন ভিন্নরকম ছিল, এরকম ব্যতিক্রমী কাজ করতে চাই।'

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s janaza held

The namaz-e-janaza of BNP Chairperson Khaleda Zia was held at the South Plaza of the Jatiya Sangsad Bhaban today

6h ago