ভালো গল্পে, ভালো চরিত্রে নিজেকে দেখতে চাই: নীলাঞ্জনা নীলা

নীলাঞ্জনা নীলা। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

নীলাঞ্জনা নীলা অভিনীত প্রথম সিনেমা 'গহীন বালুচর'। এরপর মুক্তি পায় 'শ্যামাকাব্য'। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা 'সাইলেন্স'। নতুন আরও দুটি সিনেমার শুটিং শেষ করেছেন। পাশাপাশি অভিনয় করছেন নাটকেও।

নিজের অভিনয় জীবন নিয়ে দ্য ডেইলি স্টারের সাথে কথা বলেছেন অভিনয় শিল্পী নীলাঞ্জনা নীলা।

তার নতুন সিনেমা সাইলেন্স পরিচালনা করেছেন রেকর্ড সংখ্যক জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী ইমন সাহা। সিনেমাটিতে নিয়ে নীলাঞ্জনা নীলা দ্য ডেইলি স্টারকে বলেন, 'অনেকেই দারুণ প্রশংসা করেছেন। অনেক ভালো বলেছেন।'

তিনি আরও বলেন, 'কোনো কোনো দর্শক নতুন সিনেমায় আমার অভিনয় দেখে নিয়ে বলেছেন, তাদের হৃদয়ে দাগ কেটে গেছে। কেউ বলেছেন খুব ভালো করেছি। কাছের মানুষ ও পরিবারের সদস্যরাও ভালো বলেছেন। তাদের এতসব ইতিবাচক মন্তব্য আমাকে মুগ্ধ করেছে।'

ইমন সাহার পরিচালনায় অভিনয় করার অভিজ্ঞতা কেমন? এর জবাবে নীলাঞ্জনা নীলা বলেন, 'প্রথমে একটু দ্বিধায় ছিলাম। কেননা, ইমন সাহা একজন বিখ্যাত সংগীত পরিচালক এবং সুরকার। তার সঙ্গে আগে থেকেই পরিচয় আছে। শুটিং শুরুর পর দেখেছি তিনি অসম্ভব গোছানো পরিচালক। সবকিছু গোছানো ছিল। সেটে যাওয়ার পর নতুনভাবে তাকে পেয়েছি। যত্ন নিয়ে কাজটি করেছেন।'

নীলাঞ্জনা নীলা আরও বলেন, 'সাইলেন্স, অ্যা মিউজিক্যাল জার্নি একটি মিউজিক্যাল ফিল্ম। একজন শিল্পীর জীবনের জার্নি এখানে উঠে এসেছে।'

সাইলেন্স সিনেমার নিজের চরিত্র নিয়ে কতোটা তৃপ্ত হয়েছেন- এর জবাবে বলেন, 'ভীষণভাবে তৃপ্তি পেয়েছি। চরিত্রটি নিয়ে ভাবতে পেরেছি, প্রস্তুতি নিতে পেরেছি।'

এদিকে নতুন আরও দুটি সিনেমার শুটিং করছেন নীলাঞ্জনা নীলা। একটি হচ্ছে মোস্তাফিজুর রহমান মানিকের 'রুখসান', অন্যটি 'অন্তর্বর্তী'। একটির কাজ পুরোপুরি শেষ, দ্বিতীয়টির কিছু অংশ বাকি আছে। তিনি বলেন, 'নতুন দুই সিনেমায় নতুনভাবে দর্শকরা আমাকে দেখবেন। আশা করছি সবার ভালো লাগবে।'

সিনেমার বাইরে অনেকগুলো নাটকে তিনি অভিনয় করেছেন। এখনো নাটকের কাজ চলছে। তিনি বলেন, 'নাটক হোক কিংবা সিনেমা, দুই মাধ্যমেই কাজ করতে চাই। আমার কথা হচ্ছে কাজটি যেন ভালো হয়। দর্শকদের যেন ভালো লাগে।'

সিনেমা নিয়ে স্বপ্নের কথা জানতে চাইলে নীলাঞ্জনা নীলা বলেন, 'ভালো চরিত্র ও ভালো গল্পে নিজেকে দেখতে চাই। অভিনয় করতে চাই। ভালো কাজের সঙ্গে থাকতে চাই।'

Comments

The Daily Star  | English

Anti-liberation forces attempting to resurface: Fakhrul

Struggle for democracy will gain momentum once Tarique Rahman returns, he says

39m ago