লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন

ইলিয়াস কাঞ্চন। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার সোনালি যুগের সফল নায়ক এবং 'নিরাপদ সড়ক চাই' আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। সেখানে হার্লি স্ট্রিট ক্লিনিকে তার চিকিৎসা চলছে। তিনি ব্রেন টিউমারে আক্রান্ত। এখন রেডিওথেরাপি নিচ্ছেন।

ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে মেয়ের জামাই আরিফুল ইসলামের বাসায় আছেন। তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য দিয়েছেন আরিফুল ইসলাম। তিনি বলেন, 'আব্বুর শারীরিক অবস্থা বর্তমানে অপরিবর্তিত রয়েছে। সপ্তাহে পাঁচ দিন রেডিওথেরাপি নিতে হচ্ছে, যা টার্গেট থেরাপি নামে পরিচিত। এখান থেকে আমরা সপ্তাহে পাঁচ দিন নিয়ে যাই হাসপাতালে।'

কথা বলতে পারেন কি না, জানতে চাইলে তিনি বলেন, 'না, কথা বলেন না। তবে একেবারেই যে কথা বলতে পারেন না, তা নয়। যদি কেউ বলেন, পানি দেবো?—তিনি হয়তো বলেন, দাও। কিন্তু সাধারণত কথা বলার চেষ্টা করেন না, কারণ ওয়ার্ড ডেলিভারি দিতে আব্বুর কষ্ট হয়। অবশ্য, সার্জারির আগেই তিনি কথা বলা বন্ধ করে দিয়েছেন। খুব দরকার না হলে কথা বলেন না।'

আরিফুল ইসলাম আরও বলেন, 'চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থ হতে সময় লাগবে। আমরা সবার কাছে দোয়া চাই। দেশের মানুষ যেন উনার জন্য দোয়া করেন।'

তিনি আরও জানান, 'আব্বু লন্ডনে এসেছেন এপ্রিলে। সেই সময় এয়ারপোর্টে তাকে রিসিভ করতে যাই। তখন তিনি খুব ক্লান্ত ছিলেন এবং দাঁড়াতে পারছিলেন না।'

আরেক প্রশ্নের জবাবে আরিফুল ইসলাম বলেন, 'আব্বুর এখন ওরাল কেমো চলছে। পাশাপাশি টার্গেট থেরাপি নিচ্ছেন, যা মধ্য নভেম্বর পর্যন্ত চলবে। মূলত মধ্য নভেম্বরের পরে, রেডিওথেরাপি শেষ হওয়ার এক মাস পরই তার শারীরিক অবস্থা বোঝা যাবে। তার আগ পর্যন্ত চিকিৎসা চলবে।'

ইলিয়াস কাঞ্চন দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য সফল সিনেমা উপহার দিয়েছেন। তার অভিনীত 'বেদের মেয়ে জোসনা' শুধু তার ক্যারিয়ারের নয়, ঢালিউডের ইতিহাসেও অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্র। এছাড়া 'ভেজা চোখ' সিনেমায় অভিনয় করে কোটি দর্শককে কাঁদিয়েছেন। তার গড়া 'নিরাপদ সড়ক চাই' উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। অসামান্য সাংস্কৃতিক অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদকও পেয়েছেন।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

7h ago