‘দুর্বার’ সিনেমায় দুর্বার গতিতেই দেখা যাবে অপু বিশ্বাসকে

অপু বিশ্বাস
অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

২ বছর পর 'দুর্বার' সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন অপু বিশ্বাস। এই সিনেমায় তার বিপরীতে আছেন ছোটপর্দার জনপ্রিয় নায়ক সজল।

রেকর্ডসংখ্যক সিনেমায় নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। প্রচুর ব্যবসাসফল সিনেমা তিনি উপহার দিয়েছেন। নিজের নতুন সিনেমা নিয়ে তিনি কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।

কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী এই সিনেমায় ভিন্নভাবে দেখা যাবে ঢালিউডের এই নায়িকাকে। অপু বিশ্বাস বলেন, 'দুর্বার সিনেমায় দুর্বার গতিতেই দেখা যাবে আমাকে। ভিন্ন চরিত্র ও ভিন্ন গেটআপে দেখা যাবে। দর্শকরা ভালো একটি সিনেমা দেখতে পারবেন। অনেক চমক থাকছে এতে।'

'দুর্বার গতিতে এগিয়ে চলেছে দুর্বার সিনেমার শুটিং। এখন পর্যন্ত আমার অংশটুকুর চল্লিশ ভাগ শুটিং হয়েছে। বাকিটুকুর কাজও দ্রুত শেষ হবে।'

দুই বছর পর নতুন সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়ানোর বিষয়ে অপু বিশ্বাস বলেন, 'ঢাকাই সিনেমা আমার আঁতুড়ঘর। সিনেমার জন্যই আমার এত পরিচিতি। দর্শকদের যত ভালোবাসা পেয়েছি তা সিনেমার জন্যই। কাজেই দেরিতে হলেও ভালো একটি সিনেমা দিয়ে ফিরতে পেরেছি। এজন্য অনেক ভালো লাগছে।'

'ইচ্ছে ছিল ভালো কাজ দিয়ে ফিরব। তা পেরেছিও। অনেক প্রস্তুতি নিয়ে শুটিং করছি। দর্শকদের ভালোবাসা আগে যেমন পেয়েছি, আশা করছি দুর্বার সিনেমা দিয়েও পাব।'

শাকিব খান থেকে শুরু করে অনেক নায়কের বিপরীতে অভিনয় করেছেন অপু। এবার তার বিপরীতে আছেন সজল। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, 'সজল ভাই খুব ভালো মানুষ। ভীষণ বিনয়ী। তার অভিনয়ের ভক্ত আমি। প্রথমবার একসাথে সিনেমা করছি। দুজনকে নতুনভাবে দর্শকরা দেখবেন।'

হিরো হিসেবে সজল কেমন? প্রশ্নের জবাবে অপু বলেন, 'খুব ভালো। তার অনেক অভিজ্ঞতা আছে। প্রথম দিন আমরা সুন্দর করে শুটিং করেছি। অনেক ভালো করে কাজ করছি। প্রথমবার জুটি হিসেবে সবার ভালো লাগবে। সত্যি কথা বলতে, সজল ভাই আমার ড্রিম হিরো।'

অপু বিশ্বাস আরও বলেন, 'দর্শকরা ভালো গল্প সবসময় পছন্দ করেন। দুর্বার সিনেমায় তা আছে। চমক থাকবে অনেক। সবকিছু সময় হলেই বলব।'

পরিচালক কামরুল হাসান ফুয়াদ সম্পর্কে এ নায়িকা বলেন, 'মেধাবী একজন পরিচালক। অনেক যত্ন নিয়ে কাজ করছেন। গল্প যেমন ভিন্ন, তার পরিচালনাতেও মুন্সিয়ানা দেখতে পাচ্ছি।'

দুর্বার সিনেমায় নিজের অভিনীত চরিত্র নিয়ে অপু বিশ্বাস এখনই মন্তব্য করতে চাননি। বলেন, 'কাজটুকু ভালোমতো শেষ করে বলব।'

দেরিতে রুপালি পর্দায় দেরিতে ফেরায় আফসোস আছে কি না জানতে চাইলে অপু বলেন, 'না। আমি সময় নিয়েছি ভালো কাজের জন্য। যেভাবে চেয়েছি সেভাবেই একটি ভালো কাজ হচ্ছে।'

'ঢাকাই সিনেমায় দর্শকদের ভালোবাসা নিয়ে এত দূর এসেছি। তাদের ভালোবাসা নিয়ে আরও বহুদূর পথ চলতে চাই,' বলেন অপু বিশ্বাস।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

8h ago