ঢাকার ২ সিনেমায় ইধিকার অভিনয় নিয়ে যা জানা গেল
বাংলাদেশে 'প্রিয়তমা' সিনেমা দিয়ে প্রথম আলোচিত হয়েছিলেন ভারতের নায়িকা ইধিকা পাল। তারপরে 'বরবাদ' সিনেমাতেও নায়িকা হিসেবে ছিলেন তিনি।
দুটি সিনেমাতেই তিনি অভিনয় করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে। সিনেমা সংশ্লিষ্টদের মতে, শাকিবের বিপরীতে অভিনয় করার পরই বাংলাদেশ ও ভারতে পরিচিতি পেয়েছেন ইধিকা। এর বাইরে ভারতে 'খাদান' সিনেমায় অভিনয় করে তিনি আলোচিত হয়েছেন।
আগামী ঈদুল ফিতরে শাকিব খান অভিনীত 'প্রিন্স' সিনেমার নায়িকা হিসেবে ভাবা হয়েছিল ইধিকা পালকে। কিন্তু পারিশ্রমিক বেশি চাওয়ায় কারণে বাদ পড়েছেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্ট অনেকেই।
ইধিকার জায়গায় ভারতের আরেক নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু অভিনয় করবেন 'প্রিন্স' সিনেমায়। তিনি 'বঁধুয়া' ধারাবাহিক দিয়ে অভিনয়ে এসেছিলেন। দেবের বিপরীতে 'প্রজাপতি ২' সিনেমাতেও দেখা যাবে তাকে।
'প্রিন্স' ছাড়াও মেহেদী হাসান হৃদয় পরিচালিত 'রাক্ষস' সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে ইধিকাকে দেখা যাবে বলে শোনা যাচ্ছিল। সেটা গুঞ্জন হিসেবেই রয়ে গেছে।
এই সিনেমা সংশ্লিষ্টরা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, 'রাক্ষস' সিনেমার জন্য ভারতের নায়িকা সুস্মিতা চ্যাটার্জি সঙ্গে কথা হয়েছে। তিনি 'লহো গৌরাঙ্গের নাম রে' ও 'ভালবাসার মরশুম' সিনেমায় অভিনয় করেছেন।
সবমিলিয়ে চলতি মাসেই 'প্রিন্স' ও 'রাক্ষস' সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে। কিন্তু এর কোনোটিতেই দেখা যাবে না ইধিকাকে।


Comments